আমাদের কথা খুঁজে নিন

   

"সিরিয়ায় ইহুদিদের প্রাচীন কবরস্থান ধ্বংস করেছে মার্কিন সমর্থিত ওহাবী গেরিলারা"

ঈশ্বরই সেই মানুষের অবস্থার তখনই পরিবর্তন করেন যখন সে নিজে তাঁর অবস্থার পরিবর্তন করে।

এম বি ফয়েজ। । ২৪ সেপ্টেম্বর : সিরিয়ার আল কায়েদা সমর্থিত গেরিলারা ইহুদিদের কয়েকটি কবরস্থান ধ্বংস করেছে। আলেপ্পোর ঐতিহাসিক শহর ‘তাদৌফে’ এসব ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

এর মধ্যে ইহুদিদের সবচেয়ে প্রাচীন কিছু কবরস্থানও রয়েছে। ২০১১ সালে সিরিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিদেশি মদদপুষ্ট গেরিলারা বহু ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছে। চলতি মাসের শুরুতে আল-কায়েদা সমর্থিত আল-নুসরা ফ্রন্টের অস্ত্রধারীরা দামেস্কের অদূরে ঐতিহাসিক খ্রিস্টান গ্রাম মালুলায় হামলা চালিয়ে এর একাংশ ধ্বংস করেছে। তাদের হামলায় সেখানকার সাতটি ঐতিহাসিক খ্রিস্টান উপাসনালয়ের মধ্যে তিনটিই ধ্বংস হয়ে গেছে। সিরিয়ার নিরাপত্তা বাহিনী ওই শহরে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

সিরিয়ার সরকার বিরোধী গেরিলাদের একটা বড় অংশই হচ্ছে বিদেশি নাগরিক। সিরিয়ায় বিভিন্ন দেশ থেকে আসা বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলায় ২০১১ সাল থেকে এ পর্যন্ত লক্ষাধিক মানুষ হতাহত হয়েছে। সন্ত্রাসীদের অনেকেই উগ্র ওয়াহাবি মতবাদে বিশ্বাসী এবং তারা এ পর্যন্ত বিশ্বনবী (সা.)'র কয়েকজন সাহাবির মাজারসহ বেশ কয়েকটি পবিত্র মাজারের অবমাননা করেছে, এমনকি বিখ্যাত সাহাবি শহীদ হুজর ইবনে উদাই আল কিন্দি (রা.)’র মাজার ভেঙে তাঁর মৃতদেহ চুরি করে নিয়ে অজ্ঞাত স্থানে দাফন করেছে। সৌদি সরকার নিয়ন্ত্রিত ও মার্কিন মদতপুষ্ট ওহাবী গেরিলারা যে সিরিয়ায় ধর্মের নামে ভণ্ডামি করছে তা আরোও একবার জনসমক্ষে প্রকাশ পেল। উল্লেখ্য, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ওয়াহাবি মতবাদের প্রবক্তা আবদুল ওয়াহহাব নজদি সৌদ বংশের সহায়তা নিয়ে ইবনে তাইমিয়ার বিভ্রান্ত চিন্তাধারা প্রচার করতে থাকে।

তার ভুল দৃষ্টিভঙ্গির আলোকে নজদি অলি-আওলিয়ার উসিলা দিয়ে দোয়া করা, তাদের মাজারে মানত করা ও শ্রদ্ধা জানানোসহ অলি-আওলিয়ার মাজার ও কবর জিয়ারতের মত ইসলামের মৌলিক কিছু ইবাদত এবং আচার-অনুষ্ঠানকে হারাম ও শির্ক বলে ঘোষণা করেছিল। ফলে ওয়াহাবিরা মাজার ও পবিত্র স্থানগুলো ধ্বংস করে আসছে। শুধু তাই নয় নজদি তার চিন্তাধারার বিরোধীদেরকে কাফির ও তাদেরকে হত্যা করা ওয়াজিব বলে উল্লেখ করত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.