আমাদের কথা খুঁজে নিন

   

অবসরে যাচ্ছেন সাইমন টোফেল; শেষ হচ্ছে নন্দিত আম্পায়ার জীবন

আগামি মাস থেকে অবসরে যাচ্ছেন বিশ্বসেরা অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টোফেল। আজ (বুধবার) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এ ঘোষণা দিয়েছে। মাঠের দায়িত্ব পালন থেকে অবসর নিয়ে ৪১ বছর বয়সী টোফেল আম্পায়ারস্ সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন। আম্পায়ার জীবনের শুরু থেকেই টোফেল আইসিসি'র এলিট প্যানেলের সদস্য ছিলেন। তিনি শ্রীলংকায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে দায়িত্ব পালনের মধ্যদিয়ে পরিসমাপ্তি টানবেন দীর্ঘ আম্পায়ার জীবনের।

এরপর আইসিসির আম্পায়ার পারফর্মেন্স পর্যবেক্ষণ ও প্রশিক্ষণের দায়িত্ব শুরু করবেন তিনি। অস্ট্রেলিয় কর্তৃপক্ষ ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টোফেলকে ধারাবাহিকভাবে 'আম্পায়ার অফ দ্যা ইয়ার' হিসেবে ঘোষণা করে। পেশাগত জীবনে সাইমন টোফেল সর্বাধিক টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সাল থেকে ৭৪টি টেস্ট ও ১৭৪টি ওয়ানডে পরিচালনা করেছেন তিনি। আইসিসির বিবৃতিতে সাইমন টোফেল বলেন, "ব্যক্তিগত ও পেশাগত কারণেই আমি অবসরে যাচ্ছি"।

পেশাগত জীবনে স্ত্রী সন্তানদের পূর্ণ সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করে সাইমন টোফেল বলেন, "এবার আমি পরিবারের সদস্যদের সময় দিতে চাই। " এদিকে, আইসিসি'র এলিট প্যানেলে টোফেলের স্থলাভিষিক্ত হবেন আরেক অস্ট্রেলিয়ান আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। ২০০৮ সালে আম্পায়ার হিসাবে আত্মপ্রকাশের পর ৮টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন এই অস্ট্রেলিয়ান। # সস্ত্রীক নন্দিত আম্পায়ার সাইমন টোফেল  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।