আমাদের কথা খুঁজে নিন

   

ক্লান্তির অবসরে তুমি

শখ হল তাই ব্লগ লিখি... সুদূর প্রবাসে কাজের ফাঁকে মনে পড়ে আজি, তোমার সবুজ সজল আঁখির মনোমুগ্ধকর চাহনী। তোমার কোমল সুখের পরশ নরম তোমার মন, তোমায় ভেবে দিন কেটে যায় আমার সারাক্ষন। তুমি আমার চোখের তারায় জমাট জলের কণা, অশ্রুহয়ে গড়িয়ে পড়ে সকল দুঃখ-বেদনা। প্রেমের ছোয়ায় সুথ আছে প্রেমে হাসে বুক, প্রেমের নেশায় পাগল হয়ে খুঁজি তোমার মুখ। তোমার স্মৃতি চোখে ভাসে দুঃখ জাগে মনে, তুমি হীনা ক্লান্তি আমার ঘুচবে কেমনে। সয়নে তুমি স্বপনে তুমি ক্লান্তির অবসরেও তুমি, তুমি হীনা জীবন আমার শুন্য মরুভূমি। ........................... মোঃ মজিবুর রহমান (সাগর)।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।