আমাদের কথা খুঁজে নিন

   

রপ্তানি কৃত ইলিশ এ ফরমালিন আছে কি ?

আমি বলছি না ভালবাসতে হবে . আমি চাই কেউ একজন ভেতর থেকে দরজা খুলে দিক . বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি ক্লান্ত কয়েক দিন যাবত আমি ইলিশ মাছ খাইতেসি খুব সস্তায় . ৮ ইউরো kg .কিন্তু সেই গন্ধ নাই আবার ডিম আহ্চে ঠিক ১ kg ওজনের .যখন দেশ তেকে শুনি যে খুদ bd তে ১ হাজার tk kg তাহলে আমি কি করে ৮০০ tk মানে ৮ ইউরো তে ১ kg ইলিশ পাই তা ও আবার ফিনল্যান্ড এ .যদি কুন ব্লগার ভাই মাছ রপ্তানি সাথে জড়িত তাকেন তবে বলবেন কি রফতানির আগেও কি ইলিশ এ ফরমালিন বা ক্ষতিকারক কুন পদার্থ মিশানু ওয় কি না? যদি ফরমালিন না তাখে তবে আর ও বেশি কিনে খাব . বিদেশে হাত পুরে ভাত খাই তাই চায়না ফরমালিন খেতে.একানে সবসময় মাছ মিস করি .সেলমন কাইতে কাইতে বিরক্ত .দেশী সব মাছ আছে কিন্তু দাম বেশি আর ফরমালিনের ভয় . তাই যদি কেউ সঠিক খবর দেন তবে খুব উপকৃত হব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.