আমাদের কথা খুঁজে নিন

   

মরমী সাধক, গীতিকার সুরকার বাউল কফিল উদ্দিন সরকার আর নেই

নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে । হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। ‘আমি চাইলাম যারে/ পাইলাম না তারে/ সে এখন বাস করে অন্যের ঘরে’, ‘আমার বন্ধুয়া বিহনে গো, সহেনা পরানে গো, একেলা ঘরে রইতে পারি না’ এবং ‘আতর গোলাপ সোয়া চন্দন, সাজাইলাম ফুল বিছানা/ অভাগির বাসরে বন্ধু কেন আইলা না’- এরকম হাজারও গানের রচয়িতা মরমী সাধক গীতিকার ও সুরকার বাউল কফিল উদ্দিন সরকার আর নেই। রোববার রাত ১১টা ০৫ মিনিটে ৮২ বছর বয়সে সিলেটের নুরজাহান হাসপাতালে তিনি ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। দীর্ঘদিন থেকে তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন।

গতকাল বেলা ১১টায় তার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। বাদ জোহর হযরত শাহজালাল (র.)-এর দরগাহে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গ্রামের বাড়ি দোয়ারা বাজার উপজেলার আকিলপুরে দ্বিতীয় জানাজা শেষ সেখানেই তাকে সমাহিত করা হয়। কফিল উদ্দিন সরকার ১৯৩২ সালের ১৪ই ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মালঞ্চ গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ১০ বছর বয়সে বাউল সম্রাট শাহ আবদুল করিম ও দুর্বিন শাহর সান্নিধ্য পান।

সেই থেকে তার বাউল জগতে বিচরণ। বাউল গানের পাশাপাশি মালজোড়া গানেরও কিংবদন্তিতুল্য শিল্পী ছিলেন তিনি। দেশ-বিদেশে তার বহু শিষ্য-অনুসারী রয়েছেন। কফিল উদ্দিন সরকারের আদি বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। পরে বাউল সাধক দুর্বিন শাহর শিষ্যত্ব গ্রহণ করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আকিলপুর গ্রামে বসতি স্থাপন করে বাউল সাধনা চালিয়ে যান তিনি।

রত্নভাণ্ডার প্রথম খণ্ড এবং রত্নভাণ্ডার দ্বিতীয় খণ্ড নামে তার দুটি প্রকাশিত গানের সংকলন রয়েছে। যেখানে গানের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার। তিনি দীর্ঘসময় বাউল সম্রাট শাহ আবদুল করিম ও দুর্বিন শাহর সঙ্গে থেকে মাঠেঘাটে, শহরে-বন্দরে ঘুরে ঘুরে গেয়েছেন দেশ, মাটি ও প্রেমের গান। তার গানে তৈরি হয়েছে বাংলাদেশে অনেক বড় বড় শিল্পী। তার হাত ধরে তৈরি হয়েছেন বাউল শিল্পী কালা মিয়া ও সাজ্জাদ নূরসহ অসংখ্য বাউল শিল্পী।

এছাড়া তার লেখা বেশ কিছু গান বিভিন্ন মোবাইল কোম্পানির ওয়েলকাম টিউন ও রিংটিউন হিসেবে বেশ জনপ্রিয়তা পায়। ক্যান্সার ধরা পড়ার পর এই বাউল শিল্পীর চিকিৎসা সহায়তায় অনেকেই এগিয়ে এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পরপারের ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নিলেন বহু জনপ্রিয় গানের স্রষ্টা মরমী সাধক গীতিকার ও সুরকার বাউল কফিল উদ্দিন সরকার।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।