আমাদের কথা খুঁজে নিন

   

ক্লান্তির ছায়াপথ মাড়িয়ে

সুখ খোয়াবের আপণের খোঁজে, পাটাতনের নিচে সন্তোষের বারিধারায়, অধরের মায়াবি কচি পল্লবের টানে, বিষাদের সিন্দুকে তালা লাগিয়ে, এ গমন যেন ধ্রুপদি অশ্ব সৈনিকের ধরিত্রী বিজয়ের কণ্টক মাড়ানো। ব্যথাতুর প্রতীক্ষালগ্নে পড়েছে শেওলার মোটা প্রলেপ, ক্লান্তির নীহারিকা বহুকাল পথটি মাড়ায়নি। বিষণ্ন দ্বারে বাসন্তী কোকিলের কড়া পাহারা, অতিথি পাখিদের সম্মান রক্ষে বই কি! চারুলতা দেবী যেন তারাদের পতন ঠেকাবেই। দৃত্য শপথে আহ্লাদায়োজন চলছে সর্বত্র জুড়ে। সাইমুম গতিতে ছুটছে সবাই ইস্পাত কঠিন মিলবন্ধনে।

আনন্দের হুল্কা যেন এফোঁড় ওফোঁড় করে এগোয়। হঠাৎ কপলে জলের ষ্পর্শ বড্ড কাতর করে তোলে, আনন্দ বুঝি উবে গেল! এ অশ্রুফোঁটা দগ্ধ হৃদয়ের হাহাকারের গালিচা ভিজিয়ে দেয়, আনন্দ স্ফুরণের জলোচ্ছ্বাস বেদনার বিষরক্ত ধুয়ে সাফ করে ফেলে। অব্যক্ত জানালার কপাটগুলো ফটফট করে মুহুর্তে খুলে যায়। দুঃখ গগনের বন্য ঐরাবত সভ্যতার নাগপাশে শুঁড় তোলে। এ মিছিলের যাত্রী সবার হাতগুলো বজ্রমুষ্ঠিতে স্লোগান তোলে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।