আমাদের কথা খুঁজে নিন

   

কারামুক্ত হলেন শ্রীশান্ত ও চাভান

আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া শ্রীশান্ত ও অঙ্কিত চাভান জামিনে মুক্ত হয়েছেন। গ্রেপ্তার হওয়া আরেক ভারতীয় ক্রিকেটার অজিত চান্ডিলা জামিনের জন্য আবেদন করেননি।
ক্রিকইনফোর এক খবরে বলা হয়, গতকাল সোমবার শ্রীশান্ত ও চাভানকে জামিন দেন দিল্লির একটি আদালত। জামিন দেওয়ার কারণ হিসেবে আদালত জানান, কারাগারে আটকে রাখার মতো যথেষ্ট প্রমাণ এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সন্ধ্যায় শ্রীশান্ত ও চাভান তিহার কারাগার থেকে ছাড়া পান।
আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গত ১৬ মে ভোরে রাজস্থানের তিনি ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। গ্রেপ্তারের পর থেকে কিছুদিন তাঁরা পুলিশের হেফাজতে ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।