আমাদের কথা খুঁজে নিন

   

অদৃশ্য বন্ধন

প্রথম যেদিন দেখেছিলাম তোমায় মনে হয়েছিল তুমি যেন, কত দিনের চেনা! কত আপন! যেন তোমার আমার মাঝে রয়েছে এক অদৃশ্য বন্ধন। এখন তোমার কন্ঠ, তোমার হাসি, তোমার জ্বালাতন হৃদয়ে প্রশান্তির যোগান দেয়। উতলা করে তন, মন প্রতিটি ক্ষণে অনুভব করি, কি যেন এক অদৃশ্য বন্ধন চোখে ভাসে তোমার ছায়া পারিনা মুছে দিতে তোমার ছবি, স্মৃতিপট থেকে। চলে গিয়েও যাওনা তুমি রয়ে যাও হৃদয় গহীনে, বশ করে রাখ সদা সর্বদা কোন সে মায়া যাদুতে? বারবার মনে পড়ে তোমায় প্রতিবারেই ভেসে যাই কল্পনার সাগরে, দেখি তোমায় নিয়ে কতশত মিষ্টি মধুর স্বপন। তবুও বুঝিনা আমি, কি সেই অদৃশ্য বন্ধন? সংজ্ঞাহীন এ সম্পর্কের বাঁধন হয়ত হবে কোন একদিন দৃশ্যমান, নয়ত চিরতরে হবে ছিন্ন। অথবা থাকনা এভাবেই আমাদের মাঝে সারাজীবণ, এই অদৃশ্য বন্ধন! তোমায় বলছি: আমি কবি নই, ভাবুকও নই, শুধুমাত্র মনের অগোছালো কথা প্রকাশ করার একটা অপপ্রয়াস করলাম মাত্র। শুধু আফসোস একটাই, তুমি হয়ত কোনদিনও জানবে না কেউ একজন অসীম ভালবাসার ঝুলি নিয়ে চেয়ে আছে তোমার পানে, চেয়ে থাকবে আজীবন! তার সমস্ত সত্তা জুড়ে যে শুধু তুমি, থাকবেও শুধুই তুমি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।