আমাদের কথা খুঁজে নিন

   

হিজড়াদের চাঁদাবজি!!!!!!! আর কতদিন এ অত্যাচার সহ্য করতে হবে?

www.banasree.com কিছুদিন আগে ব্লগার "পরের তরে " একটা ব্লগ লিখেছিলেন ... এটাকটেড বাই হিজড়া.. Click This Link পড়েছি এবং উপলব্ধি করেছি তার সমস্যা কিন্তু আর কত এই সমস্যা আমাদের পোহাতে হবে। ইদানিং রামপুরা বনশ্রী এলাকায় যে হারে তাদের আনাগোনা তাতে ভদ্রস্তভাবে চলাফেরা করাও মুশকিল। গতকালের ঘটনা:: হঠাৎ করে এক হিজড়া ক্লিনিকে ঢুকে চাঁদা দাবি করে বসলো। সাধারনত তারা ১০/২০ টাকা নিয় বিদায় হয়। কিন্তু কাল নাছোড় বান্দা ৫০০ টাকা নাহলে সে যাবেই না।

বার বার একই কথা ..ন্যাংটা নাচ দেখবি নাকি টাকা দিবি। তুই তাকারি সহ আরো কত কি। তাদের অংগভংগিটা ছিলো ভায়ানক। অগত্যা ১০০ টাকা বের করে বিদায় করলাম , আর জিগ্জেস করলাম তোমরা যে বলছো প্রতি মাসে আসবা , কাল যদি আবার আরেক জন আসে??? সে পরিস্কার জবাব দিলো " আমার নাম টুম্পা .। যেই আসুক বলে দিয়েন আমি টেকা নিয়া গেছি ,আর কেউ কিছু কইবোনা।

আর শুনে রাখুন সামনের মাসে এসে ঈদেরটা সহ নিয়া যাবো। (একটা অশ্লিল হাসি এবং প্রস্থান......। ") ক্লিনিকের সহকারি ছেলেটা ভয়ে তার প্যান্ট শক্ত করে ধরে রেখে পাশের ঘরে লুকিয়ে ছিলো। কারন সে জানত আমাদের বাসার কেয়েরটেকারের লুংিগ খুলে নিয়েছিলো এই বাহিনি ২ বছর আগে। ওরাও মানুষ .. এটা আমরা স্বিকার করি কিন্তু ওদের জন্য তো কিছু কম করিনা।

যখন যারা সহযোগিতা চেয়েছে দইয়েছি কিন্তু এভাবে পথে ঘাটে বাচ্চা কাচ্চা নিয়ে যদি ওদেরকে ফেস করতে হয় তাহলে তো মহা বিপদ। বিষেশভাবে উল্লেখ্য যে আমি ঘর পোড়া গরু, কারন ঠিক দুই বছর আগে আমার বেবির বয়স যখন ৩/৪ মাস ঠিক সে সময় ওরা আমার বাসা থেকে ৩৫০০/- টাকা নেয়ার পর ছেড়েছিলো। তাই ওদের দেখলেই দু:খ হয় , বিরক্ত হই কষ্ট পাই ....। আমরা একবারে নিরুপায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.