আমাদের কথা খুঁজে নিন

   

এ কী বললেন খালেদা !!!

এটুকু সময় তাই কেটে যাক রূপ আর কামনার গানে খালেদা জিয়া বেসামাল কথা কম বলেন বলেই মনে করতাম। এখন দেখছি তিনিও শেখ হাসিনার সাথে পাল্লা দিয়ে আবোল-তাবোল বলতে শুরু করেছেন। আজ পত্রিকায় দেখলাম খালেদা জিয়া দিনাজপুরের জনসভায় বলেছেন, ' আত্মীয়-স্বজনের মধ্যে আওয়ামী লীগ থাকলে তাদেরকে প্রশ্রয় দেবেন না, দিলে নিজেদের বিপদ ডেকে আনবেন' এট কেমন কথা ? আমাদের আত্মীয়-স্বজন কি করবে না করবে সেটাও কি খালেদা নির্ধারণ করবেন? আর আমাদের আত্মীয়তার সম্পর্ক থাকা না থাকাও তাদের কথামতই চলবে? এরপরতো মনে হয় আওয়ামী লীগ -বিএনপির বিবাদে হাসিনা-খালেদা বউ ছেড়ে দেয়ার পরামর্শ (নাকি চাপ) দেবেন। শুধু তাই নয় আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে প্রতিহিংসা চরিতার্থ করার আগাম ঘোষণাও দিয়ে রেখেছেন খালেদা। এটা অবশ্য শেখ হাসিনাও করেছেন ইতোপূর্বে।

তবে নামধাম লিখে রাখা হচ্ছে এমন হুমকির সাথে খালেদা যোগ করেছেন নতুন মাত্রা। এভাবেই পাল্টাপাল্টি চলছে, চলবে। আর আমরা জাতি হিসেবে যে তিমিরে আছি তাতেই থাকবো। রাজনীতির যারা হর্তাকর্তা তারা যদি না বদলায় তাহলে উন্নতি শুধু মেঠো বক্তৃতাতেই সীমাবদ্ধ থাকবে। আর ক্লীষ্ট-পিষ্ট জনতা বাসে-ট্রামে বসে নিজের জাত ও দেশের নামে কুৎসিত ভাষায় গালাগাল দিতে থাকবে।

যে জনতা দেশ নিয়ে গর্ব করতে জানে না তাদের নিয়ে এসব নেতারা কতদূর যেতে পারবেন ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.