আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বর বললেন.....................

আমরা কিছুই বিশ্বাস করবনা সেইসব সত্যসমূহ বাদে, যা প্রকৃতি আমাদের সামনে উপস্থাপন করে এবং আমাদের ভুলপথে পরিচালিত করেনা। তিনশ সত্তুর বছর আগে ১৬৪৩ সালের ৪ ঠা জানুয়ারী একটি শিশুর জন্ম হয়েছিল যে মানব সভ্যতায় এমন পরিবর্তন এনেছিল যে মানবজাতির ইতিহাসে কোন একক মানুষ কখনো যা করতে পারেনি। তার আবিষ্কার মানব সভ্যতাকে আধুনিক যুগে প্রবেশের পথ দেখিয়েছিল। তার আবিষ্কারের উপর ভর করে পৄথিবী আজকের অবস্থায় আসতে পেরেছে, মানুষের হাজার হাজার বছরের জীবনযাপন প্রণালীর পরিবর্তন এসেছে, আমরা কম্পিউটার, সামু ব্যবহার করতে পারছি। তিনি হচ্ছেন প্রথম ''নাইট'' উপাধি পাওয়া এবং রাজকীয় সম্মানের সাথে সমাহিত হওয়া বিজ্ঞানী স্যার আইজাক নিউটন। আমরা অনেকেই তার জীবনী জানি। যাদের জানা নেই google এ একটু search দিলেই পেয়ে যাবেন। নিজের সম্পর্কে বলা তার সবচেয়ে বিখ্যাত উক্তি হচ্ছে, "I do not know what I may appear to the world, but to myself I seem to have been only like a boy playing on the sea-shore, and diverting myself in now and then finding a smoother pebble or a prettier shell than ordinary, whilst the great ocean of truth lay all undiscovered before me". ওয়েস্টমিনিস্টার অ্যাবে তে স্যার আইজাক নিউটন এর সমাধি তার সম্পর্কে সবচেয়ে উপযুক্ত কথা বলে গিয়েছেন কবি আলেকজান্ডার পোপ- Nature and nature's laws lay hid in night; God said "Let Newton be" and all was light. প্রকৄতি এবং প্রকৃতির নিয়মগুলো আন্ধকারে ছিল লুকায়িত; ঈশ্বর বললেন "এবার নিউটন আসুক" সব হয়ে উঠল আলোকিত। শুভ জন্মদিন স্যার নিউটন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।