আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগে হেফাজতের হামলার গুজবে উত্তেজনা

আমাদের প্রতিবেদক আশিক হোসেন ঘটনাস্থল থেকে জানান, গণজাগরণ মঞ্চে হামলা চালাতে হেফাজতকর্মীরা মিছিল নিয়ে এগিয়ে আসছে- এ খবর ছড়িয়ে পড়লে লাঠি নিয়ে মিছিল শুরু করে শাহবাগে উপস্থিত জনতা।
এ সময় তারা জামায়াত-শিবির ও হেফাজতবিরোধী নানা ধরনের স্লোগান দিতে থাকে।
গত ৫ এপ্রিল মতিঝিলে সমাবেশ শেষে হেফাজতে ইসলামীর কয়েকশকর্মী শাহবাগের দিকে এগোতে গিয়ে গণজাগরণ মঞ্চের কর্মীদের বাধায় ফিরে যায়। সেদিন রমনা পার্ক দিয়ে পালানোর সময় মিন্টো রোডে কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটায় হেফাজতকর্মীরা।
এদিকে বেলা ১২টার দিকে জামায়াত শিবিরের রাজনীতি ও হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিরোধিতায় লাঠি মিছিল করে গণজাগরণ মঞ্চ।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগ থেকে মিছিলটি বের হয়। প্রায় শ’ দেড়েক ছাত্র-জনতা এতে অংশ নিলেও আলাদা ভাবে নিজেদের কমর্সূচি পালন করে ছাত্রসংগঠনগুলো।
হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচির দিনে শাহবাগে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে পুলিশের রায়ট কার।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।