আমাদের কথা খুঁজে নিন

   

“প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ,ঘুষ খাওয়া কখনই নয়!

..............জানেত চাই জানাতে চাই.................. বগুড়ার ওয়ান্ডারল্যান্ড পা্র্ক এ ৭২ জোড়া তরুণ-তরুণীকে অশালীন মেলামেশার দায়ে আটক করেছে ভ্রাম্যমান আদালত!! কেউ যদি অশালীন আচরণ করে এবং সেটা যদি আমজনতার চোখে দৃষ্টিকটু হয় সেটার আইনঅনুযায়ী বিচার হওয়া উচিত।কিন্তু আমার জানতে ইচ্ছে করছে অশালীন এর সজ্ঞা আসলে কি? এর ব্যাপ্তি আসলে কতটুকু? ভ্রাম্মমান আদালতের মাননীয় ম্যাজিস্ট্রেট শাস্তি দেয়ার সময় কোন সজ্ঞায় জুটিদের ফেলেছিলেন? ৭২ জুটি কি ওই খানে বসে ডলাডলি-চাপাচাপি করতে ছিল,যেটাকে তিনি অশালীন বলছেন? নাকি হাত ধরে বসে ছিল? অথবা প্রেমিক-প্রেমিকার কাঁধে মাথা রেখে গল্প করতেছিল? যারা প্রেম করতেছিল তারা কি শিশু ছিল? যদি শিশু না হয় তবে তারা কি প্রেমিকার হাত ধরে বসে থাকা বা কাঁধে মাথা রেখে গল্প করার অধিকার রাখেনা? বাংলাদেশের আইনে কি কোথাও প্রেম করার ব্যাপারে সেই বিধি-নিষেধ আছে? দেশে হাজারও রেপ হচ্ছে অথচ এইগুলার কোন সুষ্ঠু বিচার অথবা উপযুক্ত শাস্তির দেয়ার ব্যাপারে ম্যাজিস্ট্রেট সাহেবদের তেমন মাথা ব্যাথা দেখা যায়না। আইনের ফাঁকে রেপিস্টরা প্রা্য়ই বেরিয়ে যায়। অথচ প্রেমিক-প্রেমিকার প্রেমালাপে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব বাধা হয়ে দাড়ালেন! !তাদেরকে অপমান করলেন!জরিমানা করলেন!! প্রশ্নজাগে তিনি কি ছাত্রজীবনে প্রেম করার সাধ পূরণে ব্যর্থ হয়ে এক ঝাক প্রেমিক-প্রেমিকার উপর দিয়ে তার প্রতিশোধ নিলেন?? নাকি তিনি মোল্লা-উমর এর অনুসারী? কয়েকদিন পরে বোরকা না পড়ে হাটাতে মেয়েদেরকে অশালীন ভাবে হাটার জন্য জরিমানা করবেন?? পার্ক্ এর যে ছবি দেখলাম ওইখানে যেভাবে গাদা-গাদি করে দিনদুপুরে প্রেমিক-প্রেমিকারা বসে আছে সেটা অনেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনের অথবা টিএসসির মতো। সেই খানে গণহারে তথাকথিত অশালীন কার্য্-কলাপ কতটা সম্ভব তা আমার কাছে প্রশ্ন সাপেক্ষ।আর এই ভাবে একটা-দুটো নয় ৭২টি গাদাগাদি করা বসে থাকা জুটিকে তিনি হাতে নাতে ধরলেন!!মানে একজুটিকে যখন তিনি ধরলেন তখন আশেপাশে বা একটু দুরে বসা অন্য জুটি তাদেরকে তোয়াক্কা না করে ডলা-ডলি চাপাচাপি চালিয়ে যাচ্ছিল?? সত্যিই রহস্যজনক!!! এই খবরটা শুনে বারবার নচিকেতার গানটা মনে পড়ছে… “প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ,ঘুষ খাওয়া কখনই নয়!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.