আমাদের কথা খুঁজে নিন

   

তাড়াহুড়া করলেই সব মাটি হয়ে যাবে

আস্তে, খুব ধীরে ধীরে তাড়াহুড়া করলেই সব মাটি হয়ে যাবে। ছোটবেলায় একটা রসগোল্লা যেভাবে চেটে খেতে- একটু একটু করে, সেভাবে উপভোগ করো। উথাল পাথাল দরিয়ার জল হয়ো না কাজল দিঘীর করুণ ঢেউ হয়ে ভেঙে পরো আমার অস্তিত্বে। নির্লজ্জ হও, আরো ধীরে গোলাপ পাপড়ি থেকে মধু শুষে তৃপ্ত করো পিপাসিত ভ্রমরের শুঁড়। দু'খন্ড খামির বেলতে বেলতে বানাও দুটি অনিন্দ্য রুটি। যেভাবে ইচ্ছে শিল্প গড়ো পূর্ণ আলোয় কিন্তু আস্তে, খুব ধীরে ধীরে তাড়াহুড়া করলেই সব মাটি হয়ে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।