আমাদের কথা খুঁজে নিন

   

লেকিন কমলি নেহি ছোড়তা

বর্ষাকালে বন্যায় বিধ্বস্ত একটা ভালুক নদীর তীরে একটা গাছের ডালে আশ্রয় নেয় । স্রোতের তোড়ে গাছটি নদীতে পড়ে গেলে ভালুকটও পানিতে পড়ে ভেসে যাচ্ছিল । কম্বলমনে করে এক লোক ওটা ধরবার জন্য নদীতে ঝাপ দিল আর সাঁতার কেটে ওটাকে ধরল; অমনি ভালুকও তাকে জাপটিয়ে ধরল, ফলে দুইজনে প্রবল স্রোতে ভেসে যেতে লাগল । চেষ্টা করেও লোকটি নিজেকে ভালুক থেকে নিজেকে ছাড়াতে পারল না । কম্বল সহ লোকটি ডুবে যায় দেখে তীরে থাকা এক বন্ধু চিৎকার করে বলে উঠলঃ - কমলি ছোড় দো, কমলি ছোড় দো। লোকটি ডুবতে ডুবতে উত্তর দিলঃ - হাম তো কমলি ছোড়া, লেকিন কমলি ( হামকো) নেহি ছোড়তা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।