আমাদের কথা খুঁজে নিন

   

যে কারনে হুমায়ুন আহম্মেদ এর "হিমু" জনপ্রিয়

চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই। যেসব পাঠক হুমায়ুন আহম্মেদ এর "হিমু" বিষয়ক উপন্যাস পরেছেন তার নিশ্চই খেয়াল করেছেন "হিমু" বিষয়ক উপন্যাস এ প্রায় প্রত্যেকটি বই এ এক জন খুবই সুন্দরী ধনী মেয়ে এর চরিত্র থাকে। নিচে কিছু উদাহরন দেওয়া হলো, * সব সময়ের জন্য রুপা।

* আজ হিমুর বিয়ে এর রেণু। * একজন হিমু ও কয়েকটি ঝিঝি পোকা এর আখিঁ। * হিমু এর নিতু। * হিমু এবং একটি রাশিয়ান পরী এর এলিটা। * হিমু এবং হাভা্র্ড পি এইচ ডি বল্টু ভাই এর তুতুরি।

* হিমু এর আছে জল এর তৃষনা। ইত্যাদি প্রায় প্রত্যেকটি বই এ এক জন খুবই সুন্দরী ধনী মেয়ে থাকে। হুমায়ুন আহম্মেদ ঐ সুন্দরী ধনী মেয়েদের চরিত্র অনেক চমৎকার ভাবে ফুটিয়ে তুলতেন যা যেকোন ছেলেকে উৎসাহী করে তুলে। কারন সাধারন অসাধারন সব ছেলেদের স্বপ্ন কন্যার ছবি ঐ চরিত্র গুলোর মধ্যে খুজে পাওয়া যায়। গল্পের একটা সময়ে দেখা যায় ঐ মেয়ে গুলো হিমুর উপর অদ্ভুত ভাবে কোন বিশেষ কারন ছাড়া দুবর্ল হয়ে পরে যা যেকোন ছেলে পাঠকের জন্য নিজের ক্ষেত্রেও পরম আকঙ্ক্ষিত কল্পনা।

একজন অগোছাল মানুষ কিভাবে কিছু অসাধারন মেয়েদের মন জয় করতে পারে তা যেকোন পুরুষের জন্যই পরম কৌতুহলের বিষয়। আমরা জানি ছেলেরা সাধারনত একটু অগোছাল কিন্তু সব সময় গোছাল বা স্মাট্ হবার চেস্টায় নিয়োজিত থাকে। গোছাল বা স্মাট্ হবার কস্টসাদ্ধ কাজ করতে করতে যখন হিমুর মত একজন অগোছাল সুপার হিরো এর দেখা পায় তখন অনেকটা রিলাক্স অনুভব করে এবং আনন্দের সাথে গল্পটা শেষ করতে আগ্রহী হয়ে উঠে এবং পরবতি বই এর জন্য আগ্রহী হয়ে উঠে। চরম অগোছাল হয়েও যে হিরো হওয়া যায় এর ঢাইতে ভালো কনসেপ্ট আর কোথাও এত ভালোভাবে পাওয়া যায় না। তাই শট্‌‌কাট এ হিরো হবার উত্তম মডেল হিমু।

হুমায়ুন আহম্মেদ তার গল্পের মধ্যে হিমুর একটা স্পেশাল খমতার প্রদশর্ন করতেন তা হলো ভবিষৎবানী করতে পারা। একটু চিন্ভা করলেই দেখা যায় যে তিনি শুধু মাত্র গল্পের মোড় ঘুরানোর জন্য কোন প্রাসংগিকতা ছাড়াই এই কাজ করলেও সবাই সেই মূহুত্যটা কে অনেক ফ্যান্টাসী হিসাবে নেয়। মানুষের সহজাত প্রবৃত্তি তার চাইতে বড় কাওকে সম্মনিত করা তাই যখন হিমু একটা ভবিষৎবানী করে এবং তা ঘটে তখন পাঠক হিমুকে তার নিজের চাইতে উচু মযার্দা দেন। তাই হলুদ পান্জাবি পড়ুক আর না ই পড়ুক হিমু হতে চাওয়া লোকের অভাব হয় না। পরিশেষে বলতে চাই হুমায়ুন আহম্মেদ এর হিমুর গল্প গুলোর মধ্যে একটা ভুল কনসেপ্ট দেওয়া থাকতো তা হলো সুন্দরী মেয়েদের সাথে সাথে ঘুরাফেরা করার পর হঠাৎ করে বিয়ে করার আবেদন পাওয়া মাত্র মেয়েটার থেকে দুরে সরে যাওয়া।

মেয়েদের সাথে মিশতে পারাযাবে কিন্তু বিয়ে করা যাবে না হিমুর বাবার এই ধরনে কনসেপ্ট একটা অস্বাভিক কনসেপ্ট। সাধারন দৃশ্টিতে এটা মেয়েদের ছোট করা বা একধরনের প্রতারনার উদাহরন। বিয়ে করার অন্যতম কারন মানুষের "অরগানিক নিড" তাই বিয়ে করুন এবং বিবাহিত জীবন উপভোগ করে দেখুন যে বিবাহিত জীবন হিমুর জীবন থেকে অনেক উপভোগ্য। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.