আমাদের কথা খুঁজে নিন

   

আমার বাবার কাছে লেখা আমার ১ টি পত্র - যা পড়ে তিনি তিনদিন শুধু কেঁদেছিলেন

৩১। ০৫। ২০০৯ ০৩:০৮ a.m বাবা, দম বন্ধ হয়ে আসছে কেন বুঝতে পারছি না ! শরীরটা মনে হয় যেন পঁচে গেছে ; শুধু দুর্গন্ধ ছড়াবার বাকী । হাত দু'টো অবশপ্রায় থাকে সার্বক্ষণিক । শুধু পা দু'টো চলে ঘোড়ার মতো , বিরামহীন ।

আর এ দু'টোই আমার সম্পদ । বেঁচে থাকার মন্ত্র । জীবনকে অর্থহীন হওয়া থেকে সে টেনে নিয়ে যেতে চায় অর্থময়তার দিকে - যেথায় শুধু বিরাজ করে অবধারিত স্বপ্নরাজি অসীম দুঃস্বপ্নেরা যেথায় উকি-ঝুঁকি দেওয়ার সাহস হারিয়ে ফেলে । পা দু'টো ও নষ্ট হয়ে আসছে । পঁচা শরীরের সংস্পর্ষে থেকে পঁচে যাচ্ছে সে ও ।

নিরবে নিভৃতে তার সুকরুণ আত্মবিলাপ শুনে শুনে কান পঁচে যাচ্ছে আমার । চোখ দু'টো ক্ষয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে । অশ্রুর বদলে এখন সেথায় ঝরে রক্তবিন্দু ! দুর্বল ঘামকণা এখন আর আমার পিছু নেয়না । শুকিয়ে গেছে তা । মৃত্যুরৌদ্র আমার চারিদিকে ।

জীবনের সুশীতল বায়ু যেথায় পথ হাতড়ে মরে বেরুবার চেষ্টায় । সময় বড্ড নিষ্ঠুর । নিয়তি তার দুর্বোধ্য জাল বিছিয়ে দিচ্ছে প্রতিনিয়ত । আমি বড় অসহায় , বড় নিরুপায় , বড় যন্ত্রণাকাতর ! বড্ড কঠিন সময় পার করে যাচ্ছি জীবনের চরম মূল্যের বিনিময়ে । এ যন্ত্রণার সমাপ্তি হোক ।

আমি শান্তি চাই . . . . . . . চিরশান্তি ! অনিদ্রা থেকে আমি যেতে চাই চিরনিদ্রায় ! এতো আলো কেন ? আমার চোখ ঝলসে যাচ্ছে । আমি কী তবে হারিয়ে যাচ্ছি নক্ষত্রপুঞ্জের গহীন আঁধারে ? আমি কী তবে তলিয়ে যাচ্ছি মাটির তলার শূণ্য বন্দরে ? হয়ে যাচ্ছি বিলীন হতে বিলীনতর ? ক্ষয়ে যাচ্ছি প্রতিমুহূর্তে ? ডুবে যাচ্ছি অন্তনীল পাঁপের বোঝায় ? শুঁকিয়ে যাচ্ছি মৃত্যুরৌদ্রে ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.