আমাদের কথা খুঁজে নিন

   

পক্ষপাতি বন্যা

খুজি সরলতা,সবুজের ছোয়া এই ধূসর নগরে ।ভালোবাসি আকাশ পানে চেয়ে থাকা ঘাসের হাসি, বৃষ্টির শব্দ আর সাগরের গর্জন। যেদিন প্রকৃতিকে ভালোবাসবে, যেদিন অরন্য আর আকাশের নীলে প্রশান্তি খুজে পাবে, সেদিনই আমায় ভালোবেসো..... প্রতি বছর বন্যায় কত কিছুই না ভেসে যায় ঘর-দোর, গবাদি পশু, সোনালী ধান আরো যে কত কী ... শুধু ভাসিয়ে নিয়ে যায় না এই পক্ষপাতি বন্যা মানুষের হাজার বছর ধরে জমিয়ে রাখা দুঃখের পাহাড় হতাশা ও অন্যায়ের প্রকান্ড দৈত্য আর শোষণ যন্ত্রের সুকৌশলে রেখে যাওয়া সুনিপুণ পদচিন্হ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।