আমাদের কথা খুঁজে নিন

   

সাইনাস সমস্যা সমাধানে ব্যাকটেরিয়া

দূরারোগ্য সাইনাস সমস্যা সমাধানে উপকারী ব্যাকটেরিয়ার সাহায্যে সাইনাসের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়ার কমাতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে। খবর লাইভসায়েন্স-এর। আবিষ্কৃত তথ্যের ভিত্তিতে, কিছু ব্যাকটেরিয়া ক্ষতিকর নয়। আর এসব ব্যাকটেরিয়া সাইনাস থেকে সেরে উঠতে সাহায্য করা ছাড়াও কিছু সমস্যা নিরাময়ে সাহায্য করবে। এ গবেষণায় গবেষকরা ১০ জন ক্রনিক রাইনোসানাসিটিসে আক্রান্ত এবং ১০ জন সুস্থ মানুষ নিয়ে গবেষণা চালান।

ক্রনিক সাইনাসে আক্রান্ত মানুষের সঙ্গে সুস্থ মানুষের ব্যাকটেরিয়াগুলোর তুলনা করা হয়। এতে দেখা যায়, ক্রনিক সাইনাসে আক্রান্ত ব্যক্তির সাইনাসে সুস্থ মানুষের তুলনায় কম প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। সুস্থ মানুষের তুলনায় ল্যাকটিক এসিড উৎপাদন ক্ষমতাসম্পন্ন ব্যাকটেরিয়াও কমে যায় তাদের। এছাড়া টিউবারক্লসটারিকাম নামের ব্যাকটেরিয়া অনেক বেশি পরিমাণে দেখা যায় আক্রান্ত ব্যক্তির শরীরে। কিছু ইঁদুরের ওপর যখন গবেষণাটি চালানোর জন্য ইঁদুরের সাইনাসে অ্যান্টিবায়োটিক্স দেয়ার পর সি টিউবারক্লসটারিকাম দেয়া হয় তখন এদের সাইনাসে ক্রনিক রাইনোসাইনোসিটিস-এর লক্ষণ বেড়ে যায়।

কিন্তু ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দেয়ার পর সি টিউবারক্লসটারিকাম দেয়া হলে এ রোগটির লক্ষণ দেখা যায়নি। ১২ সেপ্টেম্বর জার্নাল সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন এই গবেষণাটির তথ্য দেয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।