আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানি আপন মাহমুদ

শ্রদ্ধার সাথে নিবেদন করছি,আমি চট্টগ্রাম থেকে বলছি। । রাস্তাই কুঁড়িয়ে পাওয়া বন্ধু আপন মাহমুদ আমাদের অন্তরকে এত টা দখল করেছিল যে, সে যদি রাস্তায় থাকত আমরা তাকে আবার কুঁড়িয়ে নিয়ে এই বুকেই তুলে নিতাম, কিন্তু আমরা যখন জানতে পেরেছি সে তার স্বপ্নের প্রাসাদে আছে তা শ্রদ্ধার সাথে নিবেদন করছি,আমি চট্টগ্রাম থেকে বলছি। । রাস্তাই কুঁড়িয়ে পাওয়া বন্ধু আপন মাহমুদ আমাদের অন্তরকে এত টা দখল করেছিল যে, সে যদি রাস্তায় থাকত আমরা তাকে আবার কুঁড়িয়ে নিয়ে এই বুকেই তুলে নিতাম, কিন্তু আমরা যখন জানতে পেরেছি সে তার স্বপ্নের প্রাসাদে আছে তাই তাকে আর রাস্তাই টেনে নামাইনি।

হইত সে কারনেই সে ভুলে থেকেছিল। কিন্তু আমার বিশ্বাস সে আমাদের কে একটি মূহুরতের জন্য ও ভূলেনি। তাইতু সে লিখেছিল - মোট ৪৪টা কবিতা নিয়ে প্রকাশিত হয় আমার প্রথম কবিতার বই 'সকালের দাঁড়ি কমা'। লেখালেখির শুরুর প্রথম ৯ বছর যা লিখেছি তা থেকে একটা কবিতাও আমি প্রথম বইয়ে জায়গা দিতে পারিনি। এ কথা মনে পড়লে নিজেকে খুবই নিষ্ঠুর মনে হয়।

তার সব চেয়ে দুঃখের দিন গুলুতে আমরাই ছিলাম তার সাথে, সে ছিল আমাদের পরিবারের একজন। তার শত প্রতিকূলতার মাঝেও আদর,আপ্যায়ন আর সম্ভাষনে আপন মাহমুদ ছিল আমাদের বন্ধুদের মাঝে অতূলনীয়। একটা অভিমান আমাদের মাঝে ছিল, কিন্ত খকনো ভাবিনি এটাই শেষ অভিমান। শুধু এ কারনেই আমরা আমাদের কভু ক্ষমা করতে পারবনা। সে অভিমানের ঢল চোখের জলের ঝরনা হয়ে সারা জিবন বুকের উপর বয়ে যাবে, খকনো ভাবিনি ।

এক কথাই আপন মাহমুদ, আপন মাহমুদ হইয়েই বেঁচে থাকবে বাংলার সংস্কৃতি জুড়ে আর আমাদের প্রতিটি মুহুরতে। এই অসাধারণ প্রতিভার অধিকারী প্রয়াত কবির মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাঁর পরিবার কে ধৈয্য ধারন করার ক্ষমতা দান করুন। তাঁর জন্য বেহেশত নসিব করুন,আমিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.