আমাদের কথা খুঁজে নিন

   

সবাকের প্রশ্নের উত্তরে: স্কচটেপ মুখে লাগাই, নিরাপদে থাকি। এই অভিমানি কথা বেশ কবিটিক, প্রত্থমে আপনারে কবি জাইন্যাই অভিমানরে উসকে দিসিলাম।

মগ্নতা ছাড়া

স্কচটেপ মুখে লাগাই, নিরাপদে থাকি। এই অভিমানি কথা বেশ কবিটিক, প্রত্থমে আপনারে কবি জাইন্যাই অভিমানরে উসকে দিসিলাম। তার মানে এই নহে যে আমি সেই সুবিধাবাদিগো শামিল হইতে পছন্দ করবো যারা যুদ্ধের সময়ে অভিমান কইরা কফি খাইতে খাইতে কবিতা লিখবো। এইটা যেমন কবিটিক কইলাম, ঠিক তেমনি যদি কই অমুক অমুক দলরে বাদ দিয়া আন্দোলন করতে হইবে- তাইলে কমু আপনে অরাজনৈতিক। মানে আপনের মধ্যে রাজনৈতিকতাবোধের গলতি আছে।

অমুক অমুক দল নিয়া সার্বক্ষণিক এলার্জিও আকামের মনে করি। কুই কুই কইরা আওয়ামীলীগের বিরোধিতা করনের লাইগ্যা হইলেও যারা এট্টু প্রতিবাদ করনের চান্স নিতাসে- আপনে তাদেরকেও রাজপথ থিকা বাইর কইরা দিয়া কারে রাখবার চান? ১. আওয়ামীলীগরে?- ঐটাতো এখন শাসক গোস্ঠি, সব পালের গোদা। ঐটা আপনের আন্দোলন দমন করবে। ২. বিএনপিরে?- ঐটাতে তো জামাত ইসলাম একাকার হই বইসা আছে। জামাতরে বাদ দিতে হইলে বিএনপিরেও বাদ দেওন লাগবো।

৩. ক্লাসিক্যাল কমিউনিস্টগোরে?- মেননের নেতৃত্বে ঐগুলানতো অহন শেখ হাসিনার আঁচলের তলায় রোদ পোহাইতেসে। ৪. আর থাকে রেডিক্যাল কমিউনিস্ট আর রেডিক্যাল ইসলামিস্ট বদ্দারা। এছাড়া কিছু পাঠচক্রের কর্মী একবার চিল্লায়া প্রথম আলো-অমি পিয়াল-রাসেল-ফিফা- প্রভৃতি অনুসঙ্গ থিকা চরমপন্থি আর জেএমবি ট্যাগ দিয়া ফতোয়া পাই গেল। মজা দেখুন কবি সবাক সায়েব, এইখানে আইস্যা সেক্যুলার ফতোয়াবাজগণ ঠিকই তাগো ব্যাপারে ফতোয়ার কেতাব লই হাজির হই গেছেগা। কমু্যুনিস্ট জেএমবি বাছে নাই।

বিচার্য একটাই- কারা টিপাইমুখ বাঁধের বিরোধিতা করবার লাগসে, কারা সীমান্তে অধিপত্যবাদের প্রতিবাদ করতাসে। সবার বিরুদ্ধে একই ফতোয়া সে জঙ্গি হোক কম্যুনিস্ট হোক ইসলামিস্ট হোক জামাত হোক- শালার সব বেটারাই চরমপন্থি। এখন কন আপনে কোন পথে থাকবেন বস? সবাকের লেখার লিঙ্ক: ঠিক আছে-আমরা আর প্রতিবাদ করবো না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.