আমাদের কথা খুঁজে নিন

   

“ইনোসেন্স অব মুসলিম” সিনেমা ; ননসেন্স পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি এবং মতপ্রকাশের স্বাধীনতা

যদি ঠাঁই দিলে তবে কেন আজ হৃদয়ে দিলে না প্রেমের নৈবদ্য ইনোসেন্স অব মুসলিম” সিনেমাতে সম্পূর্ণ মিথ্যা এবং কাল্পনিকভাবে মুহাম্মদ (সঃ) কে অবমাননা করে তাকে ব্যাঙ্গ করার পর অনেক পশ্চিমা বুদ্ধিজীবী, হিলারি ক্লিনটন সহ অনেকেই বলেছেন, এটা মতপ্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা। এবার আসুন দেখা যাক পশ্চিমা মতপ্রকাশের স্বাধীনতার স্বরূপ কী .................. নমুনা- ১ঃ জুলিয়াণ আ্যসান্জ উইকিলিকস এর মাধ্যমে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের শোষণ, নির্যাতন, নিপীড়ন আর ভণ্ডামির প্রমাণবাহী তাবৎ গোপন দলিল প্রকাশের পর আমেরিকা বলে নাই এটা মতপ্রকাশের স্বাধীনতা, এটা বাক স্বাধীনতা! জুলিয়াণ আ্যসান্জকে মামলা, অবরোধ, শাস্তি এমনকি হত্যা পরিকল্পনায় নিয়োজিত ইঙ্গ মার্কিন শক্তি। দীর্ঘদিন ধরে আ্যসান্জ অবরুদ্ধ হয়ে আছেন ব্রিটেনের ইকুয়েডর দূতাবাস এ । নমুনা-২ ঃ ব্রিটেনের রাজবধূ কেটের টপলেস ছবি ফ্রান্স এবং ইটালির ম্যাগাজিনে প্রকাশ করায় রাজপরিবার সাময়িকীর বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দিচ্ছেন। এটাকে মতপ্রকাশের বা সাংবাদিকতার স্বাধীনতা বলে মেনে নেননি কেট,রাজপরিবার এমনকি অনেক পশ্চিমা বুদ্ধিজীবী। নমুনা -৩ঃ ইউরোপের প্রতিটি দেশেই আইন করে বলা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলার লাখ লাখ ইহুদীদের নিধন করেছেন এটা অস্বীকার করা যাবে না! অর্থাৎ হলকাস্ট এর সত্যতা নিয়ে কোন প্রশ্ন উত্থাপন এমনকি ঐতিহাসিক গবেষণাও করা যাবে না, এটা অস্বীকার করলেই ব্লাসফেমির অপরাধে জেল জরিমানার খড়গ নেমে এসবে তার উপর। ফ্রান্সের খ্যাতিমান দার্শনিক রোজার গারদীকে হলকাস্ট এর সত্যতা নিয়ে প্রশ্ন উত্থাপনের অভিযোগে ৫ বছর জেল এবং লক্ষ টাকা জরিমানা করা হয়। রোজার গারদীর মতপ্রকাশের অধিকার আর বাক স্বাধীনতার এই হল পশ্চিমা নমুনা। পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতিতে ক্ষুব্ধ হয়ে কিছুদিন আগে নোবেল বিজয়ী জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস তার “যে কথা বলতেই হবে” কবিতায় বলেছেন, “পশ্চিমাদের (রাজনৈতিক) ভণ্ডামিতে আমি ক্লান্ত”। গুন্টার গ্রাস, আপনি ভুল বলেননি, আমরাও পশ্চিমা ভণ্ডামিতে আপনার মত ক্লান্ত হয়ে পড়েছি............” এই পশ্চিমা ভণ্ডামি এটাই প্রমাণ করে they enjoy freedom to insult or freedom to hate others not freedom of speech/ freedom of expression. যত্তসব nonsense!!!!!!!!!!!!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.