আমাদের কথা খুঁজে নিন

   

কিছু উক্তি !

নিজেকে খবরদার সহজলভ্য করো না। নিজের মূল্য বুঝতে শিখো। তুমি যে অমূল্য সেটি বুঝিয়ে দাও। কমপক্ষে এইটুকু বুঝিয়ে দাও চাইলেই তোমাকে পাওয়া সহজ নয়। ❖ নিজেকে খবরদার সহজলভ্য করো না।

নিজের মূল্য বুঝতে শিখো। তুমি যে অমূল্য সেটি বুঝিয়ে দাও। কমপক্ষে এইটুকু বুঝিয়ে দাও চাইলেই তোমাকে পাওয়া সহজ নয়। => হুমায়ূন আহমেদ ❖ আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম।

ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়। => মার্ক জুকারবার্গ ❖ আমি সব সময় অলস মানুষকে নির্বাচন করি, কঠিন কাজের জন্য। কারন সে ঐ কঠিন কাজটা সহজ করার উপায় খুজবে। => বিল গেটস ❖ এক বাঙালী একাই একশ হতে পারে কিন্তু একশ বাঙালী কখনও এক হতে পারে না => মিসির আলী ❖ ভালোবাসায় পতনের জন্য কোনোভাবেই আমরা মহাকর্ষ-অভিকর্ষকে দায়ী করতে পারি না।

=> অ্যালবার্ট আইনস্টাইন ❖ আমার স্ত্রী এবং আমি প্রথম দর্শনেই প্রেমে পড়ে যাই। এখন মনে হচ্ছে আমাদের আরেকবার তাকানো উচিত ছিল। => ক্রাইমস অ্যান্ড মিসডিমিনরস ❖ “মন খুলে হাসলে” ... পৃথিবীর প্রতিটি মানুষকেই অসম্ভব সুন্দর দেখায়। ❖ মাটির মানুষ মাটিতেই মিশে যাবে। ❖এমন কোনো রাজা নেই যার পুর্বপুরুষদের মধ্যে কেউ ক্রীতদাস ছিলেন না, এমন কোনো ক্রীতদাস নেই যার পুর্বপুরুষদের মধ্যে কেউ রাজা ছিলেন না ❖জীবন তো নয় শুধু নিঃশ্বাস নেয়া, বরং কিছু মুহূর্তগুলির সমষ্টি, যে মুহূর্তগুলি নিঃশ্বাসও থমকে দেয়।

❖তুমি হয়ত তোমার প্রেমিকার হৃদয়ে তার স্বপ্নের রাজা নাও হতে পারো, কিন্তু তোমার মায়ের কাছে তুমি সবসময় ই তার রাজপুত্র হয়ে থাকবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।