আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটারের ড্রাইভ গুলো ফরমেট দিতে সমস্যা হচ্ছে-কি করা যায় ?

মনের কথা আমি আমার কম্পিউটারের ড্রাইভ গুলো ফরমেট দিতে চাই কিন্তু ফরমেট দেবার সময় এগুলো লিখা থাকে Warning Formating will erase all data on this disk. To Format the disk, click ok. TO Quit click Cancel তারপর যখন আবার ওকে-ক্লিক করি আবার নিচের ম্যাসেজটি আসে Windows cannot format this drive. Quit Any disk utilities or other programs that are using this drive, and make sure that no windows is displaying the contents of the drive. Then try Formating again. কিন্তু ড্রাইভগুলো ফরমেট দেওয়া যায় না। অথচ সব কিছু ডিলিট করা যাচ্ছে। আমার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশেষ করে সফটওয়্যার গুলোতে তাই ফরমেট দিতে চাচ্ছি কিন্তু পারছিনা। এক্স-পি সেটার দিয়ে আবার ফরমেট দেবার চেষ্টা করছি কিন্তু আবারও একই ম্যাসেজ আসে। এমন অবস্থায় কি করা যায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.