আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ব্লগিংএ অর্ধ-যুগ অতপর....

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে... অনেকদিন পরেই সামুতে আসা হলো। সুর্নিদিষ্ট কোন কারণ ছিলোনা, নিতান্তই ঢুঁ দিতে আসা। ১০টা-৬টার চাকুরি আর সপ্তাহান্তে ক্লাস, সবকিছু মিলিয়ে চরম ব্যস্ততায় দিন কাটছে। প্রবাস জীবন যেমন হয় আর কি! আজই চোখে পড়লো, সামুতে দেখতে দেখতে কিভাবে যেন ছ'টা বছর কেটে গেছে। সময়ের তুলনায় খুব বেশী একটা লিখা-লিখি করা হয়নি, তবে চেষ্টা করেছি এ কথা বলা যায় অনায়াসে।

নিজের বেশ কিছু সাইটও হয়েছে, খুব সম্ভবত সে কারণে আরো সময় হয়ে ওঠেনা। পেশাগত ব্যস্ততাতো আছেই। তবে চেষ্টা থাকবে আগামীতে আরো নিয়মিত হওয়ার। আজ ভীষণ মনে পড়ছে, প্রথমদিককার সামুর কথা। আমার লিখা প্রথম পোস্টের কথা।

ভালো লাগছে এই ভেবে যে সামুতে অর্ধ-যুগ পেরোনো আরো অনেক ব্লগার আছেন। আর নিজেকে সে দলেরই একজন ভেবে মনে হয় আরো বেশী ভালোলাগছে। যারা সামুতে দীর্ঘদিন ধরে আছেন, তাদের সবাইকে অভিনন্দন। অভিনন্দন সামুর পেছনে থেকে যারা কাজ করছেন তাদেরকেও। আর ধন্যবাদ সামু পরিবারের সকলকে।

যারা নতুন লিখছেন, তাদেরকেও শুভ কামনা জানাচ্ছি। সবাই ভালো আর সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.