আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বাস গাইড (মেগা মেগা মেগা পোস্ট)

পোস্টের বন্যায় ভেসে যাবে অন্যায় CAUTION!!! the post is under construction সাবধানে চলুন, নির্মাণ কাজ চলিতেছে ব্লগার শব্দহীন জোছনা কে ধন্যবাদ তথ্য দিয়ে সহায়তা করার জন্য পোস্টে কোন তথ্য ভুল থাকলে জানাবেন ঠিক করে দিব মিরপুর ১২ টু গুলিস্তান/ সদরঘাট মিরপুর পরিবহন সার্ভিস লিঃ গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত যাত্রী পরিবহন করে। এই পরিবহনের গাড়িতে মিরপুর ১২ থেকে শেওড়াপাড়া পর্যন্ত যাত্রী উঠানো হয়। তবে এরপর যাত্রী যেখানেই নামুক না কেন ২০ টাকা ভাড়া দিতে হয়। মিরপুর ইউনাইটেড সার্ভিস লিঃ ও বিহঙ্গ পরিবহন লিঃ মিরপুর ১২ থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত চলাচল করে। এই পরিবহন দুটিতে মিরপুর ১২ থেকে ফার্মগেট, গুলিস্তান ও সদরঘাটের ভাড়া যথাক্রমে ১৩ টাকা, ২০ টাকা ও ২৫ টাকা।

মিরপুর ১২ টু মতিঝিল বিআরটিসি বাসগুলো মিরপুর ১২ থেকে মিরপুর ১০, আগারগাঁও, ফার্মগেট, শাহবাগ, হয়ে মতিঝিল পাশলা চত্বর পর্যন্ত চলাচল করে। মিরপুর ১২ থেকে ফার্মগেট ও মতিঝিলের ভাড়া যথাক্রমে ১০ টাকা ও ২০ টাকা। এখানে সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ২০ টাকায় টিকেট পাওয়া যায়। বিকল্প অটো সার্ভিসের গাড়িগুলো বিআরটিসি বাসের রুটেই মতিঝিল পর্যন্ত চলাচল করে। মিরপুর ১২ থেকে ফার্মগেট ও মতিঝিলের ভাড়া যথাক্রমে ১৩ টাকা ও ২৩ টাকা।

এনা ট্রান্সপোর্টের গাড়িগুলো একই পথে মতিঝিল নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে। মিরপুর ১২ থেকে ছেড়ে ফার্মগেট পর্যন্ত যাত্রী উঠানো হয়। ফার্মগেটের পর যাত্রী উঠানো হয় না। মিরপুর ১২ থেকে ফার্মগেট ও মতিঝিলের ভাড়া যথাক্রমে ১৩ টাকা ও ২৩ টাকা। পল্লবী টু মতিঝিল ভলভো ২ পল্লবী থেকে পূরবী, মিরপুর ১২,১১,১০,ফার্মগেট, শাহবাগ, পল্টন ,গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করে।

মিরপুর ১৪ টু খিলগাঁও মাইলাইন লিঃ ও বাহন পরিবহন লিঃ এর গাড়ি মিরপুর ১৪ থেকে ছেড়ে মিরপুর ১০, মিরপুর ১, টেকনিক্যাল, কল্যানপুর, আসাদগেট, সায়েন্সল্যাব, শাহবাগ, প্রেসক্লাব, মতিঝিল, কমলাপুর, মুগদা হয়ে খিলগাঁও পর্যন্ত চলাচল করে। মিরপুর ১৪ থেকে টেকনিক্যাল, শাহবাগ, মতিঝিল ও খিলগাঁওয়ের ভাড়া যথাক্রমে ১২ টাকা, ২০ টাকা, ২৭ টাকা ও ৪০ টাকা। মিরপুর ১৪ টু মতিঝিল নিসর্গ পরিবহন লিঃ মিরপুর ১৪ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে মিরপুর ১০ কাজীপাড়া, আগারগাঁও, শ্যামলী, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি ১৫, ঝিগাতলা, সায়েন্সল্যাব, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিলের নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে। মিরপুর ১৪ থেকে আগারগাঁও, আসাদগেট, শাহবাগ ও মতিঝিলের ভাড়া যথাক্রমে ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকা ও ২৫ টাকা। শতাব্দী পরিবহন লিঃ মিরপুর ১৪ বাসষ্ট্যান্ড থেকে মিরপুর ১৪, মিরপুর ১, শ্যামলী, আসাদগেট, মোহাম্মদপুর, শংকর, ধানমন্ডি ১৫, ঝিগাতলা, কাঁটাবন, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিলের নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে।

মিরপুর ১৪ টু কাকলী-বনানী ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস মিরপুর ১৪ থেকে কচুক্ষেত, সৈনিক ক্লাব হয়ে কাকলী-বনানী পর্যন্ত চলাচল করে। মিরপুর ১৪ থেকে কচুক্ষেত ও কাকলী-বনানীর ভাড়া যথাক্রমে ২ টাকা ও ৭ টাকা। আজিমপুর টু কুড়িল বিশ্বরোড দ্বীপ বাংলা পরিবহন লিঃ আজিমপুর থেকে সিটি কলেজ, কলাবাগান, পান্থপথ, কাওরান বাজার, নাবিস্কো, গুলশান লিংক রোড ও গুলশান ১ হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচল করে। তবে উইনার ট্রান্সপোর্ট কোঃ লিমিটেডের গাড়িগুলো একইভাবে নাবিস্কো পর্যন্ত যাওয়ার পর মহাখালী হয়ে গুলশান ১ দিয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচল করে। এই পরিবহন দুটিতে আজিমপুর থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত ভাড়া ২৫ টাকা।

আজিমপুর টু উত্তরা হাউজ বিল্ডিং/আবদুল্লাহপুর সূচনা বি.আর.এফ আজিমপুর এতিমখানা মোড় থেকে ছেড়ে কলাবাগান, আসাদগেট, ফার্মগেট, মহাখালী, বনানী, হয়ে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত চলাচল করে। আজিমপুর থেকে ফার্মগেট, বনানী ও উত্তরা হাউজ বিল্ডিংয়ের ভাড়া যথাক্রমে ১৫ টাকা, ২০ টাকা ও ৩৫ টাকা। ফাল্গুন আর্ট ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের সামনে থেকে ছেড়ে সায়েন্সল্যাব, শাহবাগ, কাকরাইল, মৌচাক, মালিবাগ, রামপুরা, বাড্ডা, কুড়িল বিশ্বরোড হয়ে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত চলাচল করে। আজিমপুর থেকে মৌচাক, বারিধারা-বসুন্ধরা ও উত্তরা হাউজ বিল্ডিংয়ের ভাড়া যথাক্রমে ১৫ টাকা, ২৪ টাকা ও ৩০ টাকা। বিআরটিসি ও বেভকো সিএনজি পরিবহনের গাড়িগুলো ইডেন কলেজের সামনে থেকে ছেড়ে সায়েন্সল্যাব, কলাবাগান, আসাদগেট, খামারবাড়ী, কাকলী, বনানী হয়ে আবদুল্লাহপুর পর্যন্ত চলাচল করে।

বিআরটিসিতে কাকলী-বনানী পর্যন্ত ভাড়া ২০ টাকা। এই পরিবহন দুটিতেই আবদুল্লাহপুর পর্যন্ত ৩০ টাকা ভাড়া নেয়া হয় অনিক পরিবহন আজিমপুর থেকে কলাবাগান, কাওরানবাজার, সাতরাস্তা, নাবিস্কো, মহাখালি, কাকলি, খিলক্ষেত, আব্দুল্লাপুর, টঙ্গী স্টেশন হয়ে টঙ্গী হসেন মার্কেট পর্যন্ত চলাচল করে। আজিমপুর টু মেঘনা বোরাক ট্রান্সপোর্ট লিঃ আজিমপুর থেকে গুলিস্তান, যাত্রাবাড়ী, রায়ের বাজার, কাচপুর, মদনপুর, সোনারগাঁও হয়ে মেঘনা মডেল টাউন পর্যন্ত চলাচল করে। মোহাম্মদপুর টু মতিঝিল রাজা সিটি পরিবহন লিঃ, মেগাসিটি বাস কোম্পানী লিঃ ও মৈত্রী পরিবহন লি এর গাড়িগুলো মোহাম্মদপুর থেকে ছেড়ে শংকর, স্টার কাবাব, ঝিগাতলা, সিটি কলেজ, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান হয়ে আরামবাগ নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে। মোহাম্মদপুর থেকে ঝিগাতলা, প্রেসক্লাব ও মতিঝিলের ভাড়া যথাক্রমে ১০ টাকা, ১৫ টাকা ও ২০ টাকা।

এটিসিএল পরিবহনের গাড়িগুলো মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসাদগেট, শুক্রাবাদ, কলাবাগান, সিটি কলেজ, কাঁটাবন, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান হয়ে আরামবাগ নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে। মোহাম্মদপুর থেকে সায়েন্সল্যাব, শাহবাগ ও মতিঝিলের ভাড়া যথাক্রমে ১০ টাকা, ১৫ টাকা ও ২০ টাকা। মোহাম্মদপুর টু নতুন বাজার/দক্ষিন বনশ্রী তরঙ্গ বাস কোঃ ও বিআরটিসি পরিবহনের গাড়িগুলো মোহাম্মদপুর থেকে ছেড়ে আসাদগেট, ফার্মগেট, মহাখালী, তিতুমীর কলেজ, গুলশান-১, বাড্ডা হয়ে নতুন বাজার পর্যন্ত চলাচল করে। তরঙ্গ বাস কোঃ লিঃ এ মোহাম্মদপুর থেকে ফার্মগেট, মহাখালী, গুলশান-১ ও নতুন বাজাররের ভাড়া যথাক্রমে ৮ টাকা, ১৫ টাকা, ২০ টাকা ও ২২ টাকা। বিআরটিসি পরিবহনে মোহাম্মদপুর থেকে ফার্মগেট, মহাখালী, গুলশান-১ ও নতুন বাজারের ভাড়া যথাক্রমে ৭ টাকা, ১০ টাকা, ১৫ টাকা ও ২০ টাকা।

তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট লিঃ মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে শংকর, ধানমন্ডি ১৫, ঝিগাতলা, সায়েন্সল্যাব, শাহবাগ, কাকরাইল, মালিবাগ রেলগেট, রামপুরা বাজার হয়ে দক্ষিন বনশ্রী পর্যন্ত চলাচল করে। মোহাম্মদপুর থেকে সায়েন্সল্যাব, শাহবাগ, মালিবাগ রেলগেট, আবুল হোটেল ও দক্ষিন বনশ্রীর ভাড়া যথাক্রমে ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকা, ২৫ টাকা ও ৩০ টাকা। মোহাম্মদপুর টু কমলাপুর রাজধানী এক্সপ্রেস মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে শ্যামলী সুক্রাবাদ, কলাবাগান, সায়েন্স ল্যাব, প্রেস ক্লাব, গুলিস্তান, মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত চলাচল করে। সদরঘাট টু গাজীপুর ও চন্দ্রা সুপ্রভাত পরিবহন সদরঘাট ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে ছেড়ে কাকরাইল, মৌচাক, মালিবাগ রেলগেট, বাড্ডা, নতুন বাজার, বসুন্ধরা, কুড়িল, উত্তরা হয়ে গাজীপুর পর্যন্ত চলাচল করে। সদরঘাট থেকে বাড্ডা, নতুন বাজার, এয়ারপোর্ট ও গাজীপুরের ভাড়া যথাক্রমে ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকা ও ৩০ টাকা।

আজমেরী গ্লোরী লিঃ ও স্কাইলাইন এক্সপ্রেস লিঃ সদরঘাট ভিক্টোরিয়া পার্কের উত্তর পশ্চিম কর্নার থেকে ছেড়ে গুলিস্তান, কাকরাইল, মালিবাগ, মগবাজার, মহাখালী, এয়ারপোর্ট, আবদুল্লাহপুর, গাজীপুর বাইপাস হয়ে চন্দ্রা পর্যন্ত চলাচল করে সদরঘাট থেকে মহাখালী এয়ারপোর্ট, গাজীপুর বাইপাস ও চন্দ্রার ভাড়া যথাক্রমে ২০ টাকা, ৩৫ টাকা, ৫০ টাকা ও ৭৫ টাকা। গুলিস্তান টু নারায়ণগঞ্জ একতা পরিবহন গুলিস্তান থেকে জয়কালি মন্দির, যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগ, সাইন বোর্ড, ভুইগড়, জলকরি, শিব মার্কেট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত। উল্লাস গুলিস্তান থেকে যাত্রাবাড়ী, জুরাইন, পোস্তাগোলা, দলেশ্বরি, পাগলা, ফতুল্লা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচল করে। সেতু পরিবহন গুলিস্তান হতে সরাসরি নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচল করে। বোরাক পরিবহন সায়েন্সল্যাব, মতিঝিল, যাত্রাবাড়ী, জুরাইন, পোস্তাগোলা, পাগলা, আলিগঞ্জ, ফতুল্লা হয়ে পঞ্চবটি পর্যন্ত চলাচল করে।

গুলিস্তান টু আব্দুল্লাহপুর কল্মি লতা গুলিস্তান থেকে শাহবাগ, ফার্মগেট, বনানী, খিলখেত, কয়লা, এয়ারপোর্ট হয়ে আব্দুল্লাপুর পর্যন্ত চলাচল করে। গুলিস্তান টু মেঘনাঘাট সোনারগাঁও এক্সপ্রেস যাত্রাবাড়ী, চিটাগাং রোড, মদনপুর, দারিকান্দি হয়ে মেঘনাঘাট পর্যন্ত চলাচল করে। আদমজী টু নারায়ণগঞ্জ আসিয়ানা এসি বাস আদমজী থেকে সরাসরি নারায়ণগঞ্জ চলাচল করে। রংধনু পোস্তগোলা থেকে মোহাম্মদপুর (আদাবর) ভায়াঃ সায়েন্সল্যাবরেটরি-শাহবাগ-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল-দয়াগঞ্জ পূবালী ইসলামপুর থেকে মতিঝিল ভায়াঃ সাভার-গাবতলী-সায়েন্সল্যাব-গুলিস্তান। সুপার বাস মতিঝিল থেকে নন্দন পার্ক ভায়াঃ গুলিস্তান-শাহবাগ-ফার্মগেট-শ্যামলী-গাবতলী-সাভার-নবীনগর।

মধুমতি কমলাপুর থেকে গুলিস্তান ভায়াঃ মতিঝিল-ফকিরাপুল-কাকরাইল-মগবাজার-সাতরাস্তা-নাবিস্কো। ঢাকা পরিবহন ঢাকা (মতিঝিল) থেকে গাজীপুর ভায়াঃ গুলিস্তান-শাহবাগ-ফার্মগেট-বনানী-উত্তরা-গাজীপুর-শীববাড়ী। মনজিল মতিঝিল থেকে রপ্তানী ভায়াঃ ফার্মগেট হিমালয় নারায়নগঞ্জ এর মদনপুর থেকে যাত্রাবাড়ী, বাংলাদেশ ব্যাংক, মগবাজার, মহাখালী হয়ে এটি টঙ্গীব্রীজ চলে যায়। লাব্বায়েক পরিবহন যাত্রাবাড়ী থেকে সায়দাবাদ, মুগদা, খিলগাঁও, মালিবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে সাভার পর্যন্ত যাতায়াত করে। এই পোস্টও শো কেইজে রাইখা দিয়েন কামে লাগবো বাংলাদেশ ভ্রমণ এনসাইক্লোপিডিয়া ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.