আমাদের কথা খুঁজে নিন

   

সমান অধিকার না হোক, সমান অভিনন্দন কি প্রাপ্য নয়?

কঠিন সময় দীর্ঘস্থায়ী হয় না কঠিন মানুষেরাই দীর্ঘস্থায়ী হয় মাঠেই বিজয়োল্লাস হয়ে গেছে এক দফা। ড্রেসিংরুমের সামনেও চলছিল ‘হাই ফাইভ’ আর পিঠ চাপড়ে দেওয়া। চলছিল খুনসুটি-মজাও। মুহূর্তগুলো ভিডিও ক্যামেরায় ধরে রাখছিলেন ইয়োল্যান্ডি ফন ডার ওয়েস্টহুইজেন। আরেক ড্রেসিংরুমের সামনে কথা বলছেন বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

পরাজয়ে দগ্ধ মেয়েদের দিচ্ছিলেন সান্ত্বনা আর উৎসাহ। যেন গোটা সিরিজের প্রতীকী দুটি দৃশ্য!১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসা দলের সঙ্গে একটি ওয়ানডে জয়, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় হওয়া দলের বিপক্ষে একটি টি-টোয়েন্টি জয়ই বা কম কী! হাজার দশেক দর্শক কাল মাঠ ছাড়ল দীর্ঘশ্বাস ফেলে। খুব কাছে গিয়েও ইতিহাস গড়তে না পারার হতাশাও থাকবে নিশ্চিত, তবে শেষ পর্যন্ত প্রাপ্তি আর প্রশংসার পাল্লাটাই ভারী হওয়া উচিত ছিল। ছিল বললাম এই কারনেই যে বাংলাদেশ মহিলা দল পুরুষদের অনেক পরে ক্রিকেট শুরু করে। সেই হিসাবে দঃ আফ্রিকার সাথে একটা ওয়ানডে আর একটা টি-২০ জয় কোন অংশেই কম প্রাপ্তি নয়।

কিন্তু দুঃখটা হল এই প্রাপ্তিটাকেও কারো চোখে পড়ছে না। বাংলাদেশ মেয়েরা সবক্ষেত্রেই পুরুষদের সাথে সমান ভাবে অংশগ্রহন করছে। কিন্তু মেয়েদের এই সফলতার যথাযত মূল্যায়ন হচ্ছে কি? সাকিব, তামিমরা জিম্বাবুয়ের সাথে প্রস্তুতি ম্যাচ জেতার পর খুশিতে অনেকেই পোস্ট দিয়েছেন। কিন্তু মহিলা দল দুবার জিতল তারপরও সাধারন ব্লগারদের কথা না হয় বাদ দিলাম নারী ব্লগারদের কেউ কোন অভিনন্দন জানালেন না। চামড়া প্রতিযোগিতা নিয়ে অনেকেই পোস্ট দেন, নারীদের কিভাবে চলা উচিৎ সেটা নিয়ে অনেকেই ধর্মীয় বয়ান ছাড়েন।

তবে যেখানে নারীরা নিজের মেধা, যোগ্যতা দিয়ে সফল হন সেখানে অন্তত তাদের সফলতার প্রকৃত মূল্যায়ন হওয়া উচিৎ। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন। আশা করি সামনে তারা আরও ভাল করবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.