আমাদের কথা খুঁজে নিন

   

গল্প- নীলে হারায় (৩য় বা শেষ পর্ব)

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি । । তিন- “আকাশ নীলে সবুজ বুকে তোমার আমি”। । নিজের বাইক নিয়ে মাঝে মাঝে ছুটির দিনে শহরের বাইরে গ্রামের দিকে চলে যাওয়া এক অন্যরকম নেশা নীলের।

আর, গ্রামের পরিবেশ নিজের চোখে দেখে অন্তরে অনুভব করে তুলির আঁচড়ে ক্যানভাসে ফুঁটিয়ে তোলার কৃতিত্বে চোখেমুখে আত্মগর্বে গর্বিত শিল্পী। এইরকম দুই ভিন্ন স্বাদের ভিন্ন মনের দুটি মানুষের হৃদয়ের একদিন দু’দিন করে গুটি গুটি পায়ে কাছাকাছি আসার। এভাবেই একদিন_____ দু’জনে মিলে বের হয়েছে শহর সীমায়। অনেকটা শহর থেকে বিচ্ছিন্ন। আকাশ মেঘ করবে বলে ভাবছে।

সামনে পেছনে শুধু চোখে পরছে পিচের কালো রাস্তা। সেই রাস্তায় চলতে চলতে হঠাত বাইক থামিয়ে একপাশে দাঁড়িয়ে পরলো নীল। শিল্পী বলে উঠলো নীলের দিকে চেয়ে, “কি ? যাবে না?” পরক্ষণেই আশেপাশে তাকিয়ে বলে উঠলো, “ওয়াও! কি সুন্দর!” বলে সেও নেমে এলো। বাইকে হেলান দিয়ে দুজনে প্রকৃতির অপরূপ রূপ উপভোগ করতে করতে নিরব নিস্তব্ধ। কেটে গেলো কয়েক মুহুর্ত।

নীল বলে উঠলো গাড় স্বরে, “চোখ বোজো। একটা কবিতা শুনাই...” শিল্পী কিছু না বলে চোখ বুজে মুচকি মুচকি হাসতে লাগলো। আর ওর কানে ভেসে এলো, নীলের ভরাট গলা... “দেখেছো কি সুন্দর... এক প্রান্তরে... এসে দাঁড়িয়েছি, সামনে পেছনে ...যেদিকে ...তাকাই শুধুউউ... নীল দিগন্ত, তার ঘাগড়া ছড়িয়ে ... বসেছে! বরণ করবে বলে... আ-মা-র... তোমায়; এমন ... একটি... জায়গাই... খুঁজ-ছিলাম, বহুদিন... বহুউউদিন... ধরে; ... খুঁজছিলাম! বহুদিন ধরে জমিয়ে রাখা... একটি আত্মার চেয়েও ...প্রিয়, কথা... বলবো তোমায়!” ...থেমে গেলো কণ্ঠটা! কন্ঠে কি যেন ছিলো। শিল্পী আরো কিছু শোনার অপেক্ষায়! নীলের দিক থেকে কোন সাড়া না পেয়ে নিজেই চোখ খুললো। দেখতে পেলো, হাঁটু মুড়ে রাস্তার পাশের সবুজ ঘাসে বসে আছে নীল।

তাকিয়ে আছে ওরই দিকে। হাতে একটা ছোট্ট বাক্স! খোলা। এগিয়ে ধরা ওরই দিকে। ‘কিসের বাক্স?’ চোখের তারায় জিজ্ঞাসা নিয়ে গালে টোল ফেলে শিল্পীর মৃদু হাসিতে উচ্ছ্বসিত মুখের দিকে তাকিয়ে নীল জিজ্ঞাসা করলো, “ম্যাম, আমি কি এটার যোগ্য?” শিল্পী এবার হেসে উঠলো দ্বিগুন খুশিতে। গালের টোল আরো গেঁথে বসলো।

হাত বাড়িয়ে আঙ্গুল মেলে ধরতেই বাক্স খুলে নীল ওর হাতে পরিয়ে দিলো নীল মুক্তো বসানো অপরূপ আংটিটা! আর এই মুহুর্তে এই প্রেমে বিগলিত দুই নর-নারীর ভালোবাসার সার্থক মিলন দৃশ্যটা বাঁধা পরলো বিধাতার নিজস্ব ডিএসএলআর ক্যামেরা বা স্বপ্নীল ক্যানভাসে। (সমাপ্ত) । । দুইঃ (নির্মাণের উজানে ভাঙছি)। ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.