আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ: মেরী এন্ড ম্যাক্স। যারা দেখেন নি, তাদরে বলছি। অসাধারন এক মানবিকতার গল্প।

দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। ছোট্ট মেরীর মনে অনেক প্রশ্ন। এটা কি , ওটা কি, সেটা কি... আচ্ছা, মানুষের বাচ্চা হয় কিভাবে? এরকম হাজারো প্রশ্নের তালে দিশেহারা মেরী একদিন সাহস করে এক অজানা ঠিকানায় একটা চিঠি লিখেই ফেলে। সেখানে সে নিজের জানা-অজানা সব জিজ্ঞাসা উজার করে দেয়। কি আশ্চর্য! কিছুদিনের মাঝেই চলে আসে উত্তর।

শুরু হয় এক অসম বয়সী বন্ধুত্বের গল্প। মেরী বড় হতে থাকে, বাড়তে থাকে সেই অদ্ভুত লোকটার সাথে তার বন্ধুত্ব। লোকটা কেমন অদ্ভুত, সেটা যারা দেখবেন, তাদের জন্যই তুলে রাখলাম। তবে বলতে পারি, শুরুতে বাকা-চোরা এনিমেশন দেখে নাক সিটকালে কিন্তু পরে পস্তাবেন। সত্য ঘটনার উপরে ভিত্তি করে তৈরি হওয়া এক অসাধারন মানবীয় গল্প এই মুভিটা।

মিস করবেন না দেখলে। টরেন্ট লিংক:: পাইরেট বে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.