আমাদের কথা খুঁজে নিন

   

*মুভি গাইড* মুভি রেটিং/রিভিউ: মার্চে দেখা মুভি

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

মুভি গাইড: কি দেখবেন, কি দেখবেন না মার্চ মাসে দেখা মুভিগুলোকে রেটিং দিলাম, সঙ্গে রিভিউ। যা আপনাকে মুভি নির্বাচনে সহায়তা করবে। ইংলিশ মুভি তো আছেই, হিন্দি ও বাংলাসহ আরও কয়েকটি ভিন্ন ভাষার মুভিও থাকছে। নতুন মুভির পাশাপাশি কিছু পুরনো মুভিও আছে, কয়েকটি আবার পুনরায় দেখা। প্রথমেই রেটিং ভাষাটা একটু জেনে নিন: ৫/৫- মাস্টারপিস/মাস্ট সি ৪/৫- অসাধারন/খুব ভালো ৩/৫- ভালো/এভারেজ ২/৫- হতাশাজনক/দূর্বল ১/৫- বাজে/না দেখলেও চলবে এবার দেখা যাক কোন মুভির কি অবস্থান: ::ইংলিশ:: The Proposition: 3/5 Seraphim Falls: 4/5 Appaloosa: 3.5/5 The Matrix: 5/5 Matrixpice! ক্লাসিক ও মাস্টারপিস মুভির মধ্যে তফাৎ আছে।

একটি মাস্টারপিস মুভি ক্লাসিক হতে পারে কিন্তু সব ক্লাসিক মুভিই মাস্টারপিস নয়। ম্যাট্রিক্স দি মাস্টারপিসের দশ বছরপূর্তিতে আবার দেখলাম। Sky Kids: 3.5/5 Snow Angels: 3/5 The Chronicles of Narnia: Prince Caspian: 3/5 Rambo: First Blood: 3.5/5 The Fall: 5/5 কল্পনা ও বাস্তবতা ছুটে চলছে পাশাপাশি। চমৎকার বৈচিত্রময় একটি মুভি। দেখার আছে অনেক কিছু।

মন্ত্রমুগ্ধ আমি! অসাধারণ অভিজ্ঞতা! মাস্ট সি! Street Kings: 3.5/5 Righteous Kill: 2/5 আশায় গুড়েবালি! তবে কি রবার্ট ডি নিরো ও আল পাচিনোর উত্তাপ (Heat) কমেই গেল? এই জুটির কাছে ভালো একটি মুভির প্রত্যাশা ছিল। Get Smart: 4/5 অ্যাকশন, কমেডি, রোমান্স - আর কি চাই! Rambo: First Blood Part ІІ: 3/5 The Lucky Ones: 4/5 Rambo ІІІ: 3/5 Rambo 4: 2/5 Married Life: 3.5/5 ::জার্মান:: The Edge of Heaven: 3.5/5 ::পোল্যান্ড:: Katyn: 4/5 দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ও রাশিয়ার গ্যাঁড়াকলে পড়া পোল্যান্ডের এক নারকীয় ঘটনার মর্মস্পর্শী কাহিনী। যুদ্ধ ও আমাদের একাত্তর বুঝতেও সহায়তা করবে। ::মঙ্গোলিয়ান:: Mongol: 5/5 চেঙ্গিস খানের উত্থান পর্ব। আরেক মাস্টারপিস! ::আফগান:: The Kite Runner: 5/5 গত শতকের শেষ দিকে প্রথমে রাশিয়ান, তারপর তালেবান অতঃপর এই শতকে আমেরিকান আগ্রাসন।

তার আগে আফগানিস্তানে জীবনে প্রাণ ছিল, রাস্তার মোড়ে ছিল তন্দুরী কাবাবের গন্ধ। আর এখন? না বলাই ভালো। কিন্তু অজানা কিছু জানতে মুভিটি দেখতে হবে। জার্মান ডিরেক্টর, আফগান ভাষা, চীনে চিত্রায়ন এবং বাংলাদেশী দর্শক, আপনি! ::হিন্দি:: DusKahaniyan: 2.5/5 Eklavya: 3.5/5 Mumbai Meri Jaan: 5/5 ইন্ডিয়ার বিভিন্ন বোমা হামলার ঘটনার প্রেক্ষিতে ইতিপূর্বে কয়েকটি মুভি হলেও মনি রত্মমের 'বম্বে', অনুরাগ কাশ্যপের 'ব্ল্যাক ফ্রাইডে' মুভিগুলোর মতো 'মুম্বাই মেরি জান' নিঃসন্দেহে আপনাকে অভিভূত করবে, ভাবাবে। সুন্দর চিত্রনাট্য, পারফেক্ট কাস্ট, অসামান্য অভিনয়, উন্নত ইস্পেশাল ইফেক্ট এবং অবশ্যই দারুণ নির্দেশনার এই মুভিটি গেল বছরের অন্যতম সেরা বলিউড মুভি।

ডিরেক্টর নিশিকান্ত কামাতের রাজসিক অভিষেক। Dasvidaniya: 3.5/5 Baadsha: 4/5 Veer-Zaara: 3/5 ডিরেক্টর/প্রডিউসার ইয়াশ চোপড়াকে লক্ষ্য করলে দেখা যাবে সুনির্দিষ্ট কিছু ফর্মূলা রেখে তিনি মুভি তৈরি করেন। তিনি জানেন কিভাবে ইন্ডিয়ান দর্শকদের মগজে বাসা বানাতে হয়। বাংলাদেশের দর্শকরাও তার মাসালা মুভির ভক্ত বনে গেছে। দেশীয় পত্রিকার বিনোদন পাতাগুলোও জনপ্রিয় ধারার পেছনেই বেশি ছুটছে।

মানে হাওয়া যেদিকে তারাও সেদিকে! দুঃখের বিষয় দর্শকদের রুচি-বোধ ও মান উন্নয়নে তাদের তেমন প্রচেষ্টা নেই। অবশ্য সেই কাজ করার যোগ্যতা বেশিরভাগের আছে কিনাও সন্দেহ! একটি দেশের মুভি ইনডাস্ট্রিকে সমৃদ্ধ করতে হলে আগে দর্শকদের মান বাড়াতে হবে। মাসালা মুভির প্রতি অতি আকৃষ্ট করে দর্শকদের মনোজগতকে প্রতিবন্ধী করে ফেলাটা ঠিক না। এই যেমন এখন দেশে ফারুকী ট্রেন্ড চলছে! একদিকে কিছু সফল ও প্রতিশ্রুতিশীল ব্যক্তি দেশের মুভিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে অন্যদিকে সস্তা বিনোদনে প্রলুব্দ করে কেউ কেউ "গোল্লায় নিয়ে যাচ্ছে...''! আর সুবিধাবাদী মিডিয়াও কথিত গুরু-শিষ্যদেরকে সাপোর্ট করছে অন্ধ ভক্তের মতো। Duplicate: 2/5 ::বাংলা:: মনপুরা: 3/5 হলের অসহনীয় পরিবেশে বসে ছবিটি দেখেছিলাম।

শিগগিরই স্বল্পদৈর্ঘ্যের একটি রিভিউ আসছে। চোখ রাখুন ব্লগের পাতায়!! হ্যাপি মুভি টাইম!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.