আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম প্রেমের বদৌলত্তে ছ্যাঁকা ১৭+

....,....... প্রেম ভালবাসা কোনো বয়স মানে না । যার জলজান্ত্য উদাহরন আমি নিজেই । ইস একটু জানা-শুনা থাকলে এতো কম বয়সে প্রেম করার রেকর্ড টা আমার ই থাকতো । আহ ভাবতেই কেমন যেন লাগতেছে GUINNESS WORLD RECORDS ই আমার নাম । (লুল) ......... আমি যখন ক্লাস থ্রি তে পড়ি তখন প্রথম প্রেমে পড়ি ।

প্রথম অবস্থাই প্রেম টা ছিলো এক তরফা। শুধু মেয়েই ভালোবাসত। পরে এইটা দুই তরফা হয়ে যায়, মানে আমি ও ভালোবাসা শুরু করি। আমার শাশুড়ি আম্মা উনি স্মার্টফোনের মত তিন চার ধাপ এগিয়ে, দেখা হলেই জামাই বাবাজি ছাড়া কোন কথাই নাই। যখন টিভি দেখতাম তখন প্রেমিকা আমার কাছে বসা।

ও ভাবতেই কেমন যেন লাগতেছে। এরি মধ্য কিছু সিনেমা দেখা নিজেই সেটা হয়ে যায়। ভাসতে থাকি কল্পনার রাজ্যে। সেই রাজ্যে আমি রাজা আর রাণী .......। যাই হোক, আমার প্রেমিকা মাট্রিক পাস করল ফার্স্ট ডিবিসান নিয়ে, তখন ক্লাস থ্রিতে পড়ি তাই এতো কিছু বুঝি নি।

প্রেমিকার বাসায় মিষ্টির ছড়াছড়ি। আমি যাওয়া মাত্র ডারলিং বলে চিৎকার করে আমায় চুমু খেয়ে মিষ্টি খাওয়াতে লাগলো। ছিঃছিঃ কি লজ্জা কি লজ্জা। আমার তো রোবট সিনেমার মত অনূভুতি জাগলো। সারাক্ষণ শুধু একি চিন্তা।

সিনেমা দেখে দেখে মাথায় ভূত চাপছে যে বিয়ে করবো। যেই ভাবা সেই কাজ, বাসায় বলেই ফেললাম আমি বিয়ে করবো। হাসতে হাসতে সবাই অস্থির। মাথা গরম। কয়েক মাস পরের কথা, দেখি আমার প্রেমিকা সিনেমার মত বউ সাজছে।

অইদিন ধুম কূটে খাওয়া হলো। তারপর যা ঘটলো তা মাথার উপর আকাশ ভেঙে পরার মত, এক পাঞ্জাবি আলা বাটা আমার প্রেমিকা কে নিয়ে চলে গেলো। কি যে কষ্ট হইছিল বুঝাতে পারব না। প্রথম প্রেমের বদলৌত্তে পেলাম ছ্যাঁকা। আর এভাবেই ঘটলো প্রথম প্রেমের পরিসমাপ্তি।

আর মাঝে মধ্যে করুণ স্বরে মনের মাঝে বেজে উঠে, " চলে যায় প্রানের ও পাখি চলে যায় ................... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.