You can do anything, but not everything.
"Chihayafuru" কেন দেখবেন এই প্রশ্নের জবাব প্রথম ২ টা পর্ব দেখলেই পেয়ে যাবার কথা। অসাধারণ গল্প, সেই সাথে বন্ধুত্ব এবং হাল্কা রোমান্স ( আমি পার্সোনালি এনিমের রোমান্স খুবই অপছন্দ করি, সেই আমি এইটা রিকমেন্ড করতেছি ) - সব মিলিয়ে বেশ ইন্টারেস্টিং একটি এনিম।
"কারুতা" জাপানের একটা কার্ড গেম, তবে জুয়া টাইপ না। এই খেলায় দুইজন খেলোয়াড় সামনাসামনি বসে, তাদের মাঝে ১০০ টা কার্ড থাকে। প্রত্তেক্টা কার্ডে একটা করে কবিতা লেখা থাকে।
একজন "রিডার" রেন্ডম একটা একটা কবিতা পড়তে থাকে এবং প্রতিযোগীদের কাজ সেই কার্ডটা স্পর্শ করে নিজের করে নেওয়া। যে আগে অর্ধেকের বেশি কার্ড জোগাড় করতে পারবে সেই জয়ী।
চিহায়াফুরু খুব সরল একটা গল্প - আয়াসে চিহায়া একজন উঠতি মডেলের বোন - যার মন প্রাণ সব কিছুই কারুতার জন্য উৎসর্গীকৃত এবং এই মুহূর্তে তার এক্টাই লক্ষ্য - একটা কারুতা ক্লাব সেট করা। দুই বন্ধু আরাতা এবং তাইচির সাথে তার কারুতা খেলা শুরু এবং বিকাশ - যার মধ্যে আরাতা তার প্রথম কারুতা শিক্ষক। সেই জন্য আরাতার প্রতি চিহায়ার কিছু দুর্বলতা আছে।
কাহিনি কয়েক বছর এগিয়ে যায়। সবাই এখন হাই স্কুলে, পারিবারিক কিংবা অন্যান্য কারণে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন এবং চিহায়া ছাড়া বাকি দুইজন কারুতা থেকে অনেক দূরে। তাইচি চিহায়ার স্কুলে ট্রান্সফার হয়ে আসে, তার এখন গার্লফ্রেন্ড আছে, ফ্যামিলির চাপে কারুতা থেকে অনেক দূরে। এইদিকে আরাতার দাদার মৃত্যুতে সে কারুতা খেলা ছেড়ে দিয়েছে। চিহায়ার পিড়াপীড়িতে তাইচি খেলা শুরু করে এবং স্কুলে কারুতা ক্লাব বানায়; আরাতাকে খুজে বের করে তাকে কারুতায় ফিরিয়ে আনার চেষ্টা করে।
এবং সেই সাথে কাহিনী এগিয়ে যায়।
চিহায়ার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কুইন ( জাপানের সেরা মহিলা কারুতা প্লেয়ার) হওয়া। কারন, জাপানের বাইরে এই খেলার প্রচলন খুব কম, সুতরাং জাপানে শ্রেষ্ঠ হওয়া মানে পৃথিবীর ১ নাম্বার; জীবনের লক্ষ্য হিসেবে খুব খারাপ না; কি বলেন?
চিহায়াফুরু একটু অন্যরকম একটা এনিম। না ফুল রোমান্স, না ফুল স্পোর্টস। যদিও কারুতা খেলাটা খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে, কি কি স্ট্রেটেজি দরকার, কিংবা কি কি এবিলিটি থাকলে ভাল কারুতা প্লেয়ার হওয়া যায়- সবই ব্যাখ্যা করা হয়েছে, তার সাথে বেশ কিছু ইন্টেন্স কারুতা ম্যাচও আছে; কিন্তু সব ছাপিয়ে চরিত্রগুলার পারস্পরিক সম্পর্ক এনিমে মুখ্য উপাদান।
কারুতা যেহেতু একটা টু প্লেয়ার গেম, তাই এনিমে চরিত্র খুব কম। হাতে গোনা ৬-৭ টা মুল চরিত্র, সেই জন্য চরিত্রগুলো বিকশিত হওয়ার এবং তাদের মাঝে সুক্ষ সম্পর্কগুলো বিকশিত হয়েছে খুব সুনিপুণবভাবে। মাত্র ২৫ পর্বে ১ম সিজন শেষ করে দেওয়া এই এনিমের ২য় সিজন কবে আসবে সেই অপেক্ষায় আছি।
এনিমের কাহিনীতো বোঝা গেল খুব ভাল, বাকি বিষয়গুলার কি অবস্থা? হ্যাঁ, এনিমটার আর্ট স্টাইল, পেস, সাউন্ড ট্র্যাক - সব কিছুই চমৎকার। দেখতে দেখতে কোথাও বোর হয়ে যাবেন না- সেইটা নিশ্চিত করেই বলা যায়।
এই এনিমটি অনলাইনে দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। আর এনিম নিয়ে আড্ডা দিতে চাইলে চলে আসতে পারেন এইখানে
তাহলে আর দেরি কেন? এখনই দেখা শুরু করে দিন এই ইন্টারেস্টিং এনিমটি।
হ্যাপি এনিমিং !!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।