১১ খেলায় এটি পাঞ্চাবের পঞ্চম জয়। আর ১২ খেলায় ব্যাঙ্গালোরের পঞ্চম হার।
মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯০ রান করে ব্যাঙ্গালোর। জবাবে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।
লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভারে ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে পাঞ্জাব।
জয়ের জন্য শেষ ১০ ওভারে ১২৩ রান প্রয়োজন ছিল তাদের। মিলারের ঝড়ো ব্যাটিংয়ে ১২ বল অব্যবহৃত রেখেই সেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
পঞ্চম উইকেটে রাজাগোপাল সতীশের (১৮ বলে ২৭*) সঙ্গে ৪৯ বলে মিলারের ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে সহজ জয় এনে দেয়। শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থাকেন মিলার।
ষষ্ঠ আইপিএলে এটি চতুর্থ শতক।
মিলারের ৩৮ বলের ইনিংসে ৭টি ছক্কা ও ৮টি চার। ২২ বলে ব্যক্তিগত ৪১ রানে বিরাট কোহলির হাতে জীবন পান তিনি।
২৪ রানে ২ উইকেট নিয়ে মুরালি কার্তিক ব্যাঙ্গালোরের সেরা বোলার।
এর আগে ত্রিস গেইলের (৩৩ বলে ৬১) সঙ্গে চেতেশ্বর পুজারার (৪৮ বলে ৫১) ১০২ রানের উদ্বোধনী জুটি ব্যাঙ্গালোরকে দারুণ সূচনা এনে দেয়।
১২তম ওভারের দ্বিতীয় বলে গেইলের বিদায়ের পর রানের গতিতে একটু ভাটা পড়ে।
তবে চতুর্থ উইকেটে মোইসেস হেনরিক্সির (৭ বলে ১৭*) সঙ্গে এবি ডি ভিলিয়ার্সের (১৯ বলে ৩৮*) অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটি দলের স্কোর দুশ রানের কাছাকাছি নিয়ে যায়।
পাঞ্জাবের পক্ষে মানপ্রীত গনি ৪১ রানে ২ উইকেট নেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।