আমাদের কথা খুঁজে নিন

   

আপনাকে ধন্যবাদ মাননীয় স্পীকার

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি।

লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন শিশুদের জয় হয়েছে! শিশুদের জয় হয়েছে!! শিশুদের জয় হয়েছে!!! গলা ফাটিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করছে কথাগুলো। সত্যি আমার খুব আনন্দ লাগছে। আমার মতো দেশের সকল শিশুদের আনন্দ লাগছে। জাতীয় সংসদের মাননীয় স্পীকার শিশুদের সংসদ গ্যালারিতে বসে সংসদের কাজ দেখার জন্য সুযোগ করে দিয়েছেন।

এটা আমাদের জন্য অনেক বড়ো আনন্দের আর গৌরবের বিষয়। আমাদের জয় হয়েছে না তো কি! আমরা জানি জাতীয় সংসদে আইন বানানো হয়। আর এই আইন বানান মাননীয় সংসদ সদস্যরা। তাঁরা মানুষের ভোটে নির্বাচিত করে সংসদ সদস্য হন। তাঁরা অনেক সম্মানী ও গুরুত্বপূর্ণ মানুষ।

তাঁরা হলেন জনগণের নেতা। তাঁরা সংসদে বসে কীভাবে মিটিং করেন, কীভাবে শৃঙ্খলা রা করেন, কীভাবে তাঁরা একজন আরেকজনকে সম্বোধন করেন, কীভাবে কথা বলেন আর কীভাবে আইন বানান এসবই তো দেখার মতো বিষয় আবার শেখারও বিষয়। এতদিন সংসদ ভবনে শিশুদের যাওয়ার কোনো অনুমতি ছিল না। তাই শিশুরা সেখানে যেতে পারত না। আমাদের মনে আফছুছ ছিল, আমরা যদি সেখানে উপস্থিত হয়ে মাননীয় সংসদ সদস্যদের কথাগুলি সরাসরি শুনতে পারতাম! এখন আমাদের আশা পূর্ণ হয়েছে।

সরাসরি দেখতে পারব সংসদের কাজ। কি মজা! সংসদে একজন আরেকজনকে মাননীয় বলে সম্বোধন করেন। মানে খুব সম্মান করে কথা বলেন। তাঁরা কথা বলার আগে মাননীয় স্পীকারের অনুমতি নেন। মাননীয় স্পীকার যাঁকে অনুমতি দেন তিনি কথা বলতে পারেন।

মাননীয় সংসদ সদস্যরা শুধু আইনই বানান না, তাঁরা দেশের নানা সমস্যা নিয়ে কথা বলেন। এবং কোনখানে কি কি লাগবে তার কথাও বলেন। আমরা এসব দেখে অনেক কিছু শিখতে পারব। মাননীয় স্পীকার একটি সুন্দর কথা বলেছেন। কথাটি আমার খুব ভালো লেগেছে।

সেটা হলো, তিনি বলেছেন, এখানে এখন শিশুরাও বসে সংসদের কাজ দেখছে। সুতরাং সবাই যেন সুন্দর করে কথা বলেন। এখন আমি মনে মনে খুব গর্ব বোধ করছি। আমরা থাকলে মাননীয় সংসদ সদস্যগণ ঝগড়াও করবেন না আবার গালাগালিও করবেন না। সুন্দর সুন্দর কথা বলবেন।

বিষয়টা কত মজার না! আমরা জাতির ভবিষ্যৎ। এখন আমরা জাতীয় সংসদে বসে অনেক কিছু শিখতে পারব। আমরা আমাদের ভবিষ্যতকে ও দেশকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারব। এটা একটা চমৎকার সুযোগ। মাননীয় স্পীকার আপনি আমাদের জন্য এই সুন্দর সুযোগটি করে দিয়েছেন।

তাই আমি দেশের সকল শিশুর পক্ষ হতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.