স্বপ্ন ভরা জীবন আমার...
(অনেকে হয়ত না বুঝেই শিরোনাম দেখে মাইনাস দিতে উদ্যত হবন,তবে জেনে রাখুন মাইনাসের ভয়ে সত্য আটকে থাকে না,আর পুরোটা পড়লে মাইনাস দিবেন ও না)
প্রথম সুযোগেই মনসুর ভাইকে লাল সালাম জানাচ্ছি, গতকালের সাহসিকতার জন্য।
যারা গতকাল ছিলেন না, তাদের জন্য অনুষ্ঠানটির একটি সংক্ষিপ্ত বর্ননা দিচ্ছি।
সন্ধ্যা ৬ টার দিকে অনুষ্ঠান শুরু হয়। অনেক ব্লগার আসেন, কিন্তু বরাবরের মত ঐ পরিচিত মুখগুলোই বেশি উপস্থিত ছিল। লেখক আনিসুজ্জামান আসার পর মূলত অনুষ্ঠান শুরু হয়।
দশজনের জন্য পুরস্কার ঘোষনা করা হয়। কিন্তু বিধি বাম কেউই উপস্থিত ছিলেন না। কৌশিক দা বেশ ভাব করে উপস্থাপনার অভিনয় করলন। অনেকের কাছে নাকি উনার উপস্থাপনা ভাল লেগেছে,কিন্তু আমার কাছে একটুও ভাল লাগে নাই। আমার কাছে পুরো অনুষ্ঠানটি অপরিকল্পিত মনে হয়েছে।
তবে পরিকল্পনামাফিক ফুচকা,চা এবং জিলাপীর ব্যবস্থা ছিল আর সবাই তার সদ্ব্যবহার করছিলেন। এভাবেই চলছিল। তার মাঝে কৌশিক দা যেভাবে তেল মেরে নাফিস ইফতেখারকে মঞ্চে ডাকলেন তা সত্যিই হাস্যকর ছিল। তবে নাফিস ভাই খুব সুন্দরভাবে বিষয়টাকে সামলালেন।
এসবের পর কৌশিক দা ২০০৬ এর ব্লগারদের আলাদা করলেন,সাথে ২০১০ এর ব্লগারদের এবং সবশেষে মাল্টি নিক যাদের আছে তাদের আলাদা করে মজা করার চেষ্টা করলেন।
এই পর্যন্ত অনুষ্ঠানটিকে ম্যাদা মার্কে অনুষ্ঠান বলা যায়।
এরপর কৌশিক দা অনেক চেষ্টা করে সব ব্লগারদের নিয়ে একটা বৃত্ত তৈরি করেন, এরপর শুরু হয় পরিচয় পর্ব এবং অনুভুতি শেয়ার করার পালা। নুরুন নেসা আপার মাধ্যমে শুরু হয় এ পর্ব। এরপর একে একে সবাই বলতে লাগলেন নিজের অনুভুতির কথা। এভাবে এক পর্যায়ে মনসুর ভাইয়ের কাছে মাইক আসে,উনার আগে মাহি নামে এক মুক্তিযোদ্ধার সন্তান খুব সুন্দর করে ব্লগে ছাগু পোস্ট বন্ধ করার জন্য আবেদন করেন।
উনার বক্তব্য সকলে বেশ সাদরে গ্রহন করে। এরপর মনসুর ভাইয়ের কাছে মাইক আসতে উনি ছাগু নিয়ে কথা বলেন,ছাগুর সংগা দেন। এরপর বলতে বলতে উনি এক পর্যায়ে বোধহয় আবেগাপ্লুত হয়ে নিজের জমানো ক্ষোভ আর আটকে রাখতে পারেন নি, ছাগুদের কুকুরের বাচ্চা বলে গালি দেন আর লাভ্লুদার লাইভ ক্যামেরার সামনে ছাগুদের হুমকি দেন। একটু জোরে কথগুলো বলেন তিনি।
এটা খুব একটা অসামাজিক বা ঔদ্ধত্যপূর্ন বক্তব্য বলা ঠিক নয়,কারন চল্লিশ বছর পরেও আমাদেরকে ছাগু তাড়াতে হয় এটা জাতি হিসেবে আমাদের জন্য কতটা লজ্জার সেটা আশা করি সবাই জানেন।
সত্যিকারের দেশপ্রেম আর দেশের প্রতি আবেগ থাকলে ব্লগে ছাগুরা যে তান্ডব চালায় তা দেখে যেকোন ৭১ এর চেতনার পক্ষের মানুষেরই মনে ক্ষোভ জন্মানো স্বাভাবিক। আর এরকম একটি অনুষ্ঠানে ফেটে পড়া খুব স্বাভাবিক। আর সবাই এভাবে সাহস দেখাতে পারে না মনসুর ভাই যেটা দেখালেন,অনেক সভ্য(!) মানুষেরই কাছে এটা অশালীন মনে হতে পারে কিন্তু ওখানে উপস্থিত কারো কাছেই এটা তেমন খারাপ লাগেনি কিছু উপস্থিত গাধা টাইপ ছাগু ব্যতীত।
পরে আবার সবাই বসে আড্ডা দেয় প্রায় রাত ৯ টা পর্যন্ত। মূলত মনসুর ভাইয়ের বক্তব্যের পরই অনুষ্ঠানটি চাঙ্গা হয়ে উঠে।
এভাবেই শেষ হয় দ্বিতীয় বাংলা ব্লগ দিবসে সামু আয়োজিত অনুষ্ঠানের।
নতুন ছাগুগুলো হল-
মু. নূরনবী ( রাম ছাগু , তার পোস্টেই সব ধরা দিছে, ঐ পোস্টে ৩৮ নম্বর কমেন্টের উত্তর এখনো দেয় নাই)
এম আবু জাফর
শুষ্ক
ব্লগী তানী
এম আবু জাফর
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।