আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাডাম-ছাত্রে একদিন

কলার বাজার খুব সস্তা এক দিন ক্লাসে না যাওয়ার পর রোল কলের সময় ম্যাডাম বলছেনঃ তুমি এসেছিলে পরশু , কাল কেন আসো নি ? তুমি কি আমার হোমওয়ার্ক , মনে করে আনো নি ? বেয়াদপ ছেলে তুমি , কানায় কানায় তোমাকে বকা দেওয়া কি, আমার মানায় ? তুমি ভার্সিটির ছাত্র , তা কি মনে রাখ নি ? কাল কেন আসনি ? তুমি এসেছিলে পরশু , কাল কেন আসো নি ? আমি বলি , ম্যাডাম থামেনঃ রাস্তায় ছিল না যে কাল , রিকশা - গাড়ি । হরতালে হেটে হেটে বলুন , আসতে কি পারি ? আমি ভার্সিটির ছাত্র , তাই কাল আসি নি


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।