আমাদের কথা খুঁজে নিন

   

স্ববিশেষে নিঃস্ব জীবন

মহাশক্তি বাতাস আর বিশালতায় ছেয়ে থাকা আকাশের বুক থেকে ঐযে ছোট্ট বালকটি যেভাবে তার ঘুড়িটাকে নিজের আয়ত্তে নিয়ে আসে। ঠিক তেমন করে যদি আমার জীবনটাকে নিজের করতে পারতাম। স্ববিশেষে নিঃস্ব জীবন নিঃস্বতে স্থানান্তর, অনন্তের আশায় আঁকা বাস্তবতার ভাঙ্গা ঘর। আমি আজও পর হয়েই রয়েছি পড়ে কোণে, একাকি আশার ভাতি জ্বালিয়ে মিটিমিটি। ওপাড়েতে তোমার ধ্বনি শুনবো, এখনো মলিন হয়নি সেই সুপ্ত আশাটি।

ভাঙ্গনের পর ভাঙ্গন এসেছে মুছে দিয়ে গেছে সবই, প্রাণের স্পন্দন জড়িয়ে ধরে গড়েছি ফের সেই কুশমিতা ছবি। পারবে না আর নিভিয়ে দিতে, জেনো এই হৃদয়ের জ্বলন্ত প্রদীপটা, একের পর এক আঘাত হানুক যতই ক্ষীপ্র ঝড়-ঝাপ্টা। আঁধার যদি ঢেকে দেয় কভু কন্টকাকির্ণ পথ আমার, সেই প্রদীপের দীপ্ত আলোতে মুছে দিব সপ্ত তল আঁধার। গুঁড়িয়ে দিব যত বাধা মোর রুধিবে যা পথ চলা, মসৃণ পথ প্রেমেতে রচিব করিবো সত্য নির্জলা। অসীম আকাশ সাজিয়ে রাখবো নীলাম্বরির রঙে, চাঁদটাকে রাখবো তারই পাশে মায়াবি কোন ঢঙে।

তুমি হাত বাড়িয়েই জোৎসনা ছুঁয়ে গায়ে মাখিবে খুব, প্রতিটি কণা আলোর মাঝে তোর রুপে দিবে ডুব। কত আশা নিয়ে মন মন্দিরে সেজেছি পূঁজোর থালা, সময় অনল বারে বারে পুড়ে তোমার নামের মালা। আজো সে মালা গাঁথিয়া অধীর পরাব তোমার গলে, কিজানি ভাগ্য ব্যাঙ্গ করে এড়িয়ে যায় কোন ছলে। পূর্ণ আশা শূণ্য ফল ফলিয়াছে সারাটা জীবনভর, সে অভাগ্য ভাগ্য আমায় আজও করেনি পর। অজানা শত্রুতার রেশ ধরে সে স্বপ্ন ভাঙ্গে অযথা, তাইতো আজও হয়নি তোকে বলা মনের গোপন কথা।

তাই স্ববিশেষে নিঃস্ব জীবন নিঃস্বতায় করে স্থানান্তর, অব্যাক্ত ব্যথায় পুড়ে পুড়ে ছাঁই প্রেমপূর্ণ মোর অন্তর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.