শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষিত লোকই জাতির মেরুদণ্ড নহে প্রথমে বলে রাখি খেলাটা মাঠে যেয়ে দেখিনি। টিভি সেটের সামনেই ছিলাম। বাংলাদেশ জিতেছে সেটাও মূল বিষয় না। কিন্তু দুঃখ লাগলো সবার প্রতিক্রিয়া দেখে। এই ম্যাচটা যদি সাকিব, তামিমরা জিতত তাহলে হয়তো ব্লগে, ফেসবুকে পোস্টের পর পোস্ট পড়ত।
অভিনন্দনের বন্যা বয়ে যেত। কিন্তু যেহেতু ম্যাচটা "মহিলাদের" সেহেতু কারো কোন প্রতিক্রিয়া নেই। সারদিন ধরেই দেখলাম ব্লগ, ফেসবুকে তেমন কেউ এটা নিয়ে কোন পোস্টই দিলেন না। এই হল আমাদের মানসিকতা। কেউ কেউ নারী উন্নয়ন নিয়ে গলা ফাটাবে।
কেউ আবার নারী অধিকারের নামে "চামড়া" প্রতিযোগিতা নিয়ে গবেষণা(!) মূলক পোস্ট দিবেন। কিন্তু সত্তিকার অর্থেই যেখানে আমাদের নারীরা মেধা, যোগ্যতা দিয়ে সফল হচ্ছে সেখানে তাদেরকে উৎসাহ, অনুপ্রেরণা দেয়ার মত লোক কম। টিভিতে খেলা দেখার সময়ও একটি বিষয় লক্ষ্য করলাম। ধারাভাষ্যকার বার বার জাতীয় মহিলা দল, মহিলা দল বলছিল। "মহিলা দল" সেটাতো আমরা দেখতেই পাচ্ছি।
সাকিব, তামিম, আশরাফুল খেলার সময়ত বার বার পুরুষ দল বলে উল্লেখ করে না। দঃ আফ্রিকা আমাদের অনেক আগে থেকেই পেশাদার ক্রিকেটের সাথে জড়িত। তাদেরকে একমাসের ব্যাবধানে দু বার হারানোটা আমাদের ক্রিকেট দলের জন্য সত্যিই একটি বড় মাপের সাফল্য, যেখানে সালমা, শুকতারা, লতা মন্ডল রা মাত্র অল্প কিছুদিন আগে ওয়ানডে স্ট্যাটাস লাভ করেছে। শহীদ আফ্রিদি বা মেসির খেলা হলে অনেক মেয়েকেই দেখা যায় টিভি সেটের সামনে উৎকণ্ঠায় বসে থাকতে খেলা ঠিকমতো বুঝক বা না বুঝুক কিন্তু মহিলাদের খেলাধুলায় মহিলা দর্শকের সমাগম খুবই সামান্য। ছেলেদের কথা নাহয় বাদই দিলাম।
এটা তো ক্রিকেট, বিচভলিবল কিংবা টেনিস নয়!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।