বম ভোলানাথ
যারা ক্রিকেট নিয়ে হালকা হলেও খোঁজখবর রাখেন তারা যানেন যে আইসিসি ওয়ানডে ক্রিকেটের ৪০ বছর পূর্তীতে ৪০ বছরের সেরা ম্যাচ নির্বাচন করছে। তারা ১০ টি ম্যাচ এর একটি শর্ট লিস্ট দিয়েছে। সেখানে আমাদের গৌরব সেই ২০০৫ সালের কার্ডিফের অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা জিতেছিলাম তার স্থান নবম।
কি হয়েছিলো সেই কার্ডিফের সোফিয়া গার্ডেনে ১৮ জুন ২০০৫? সহজ হিসাব হচ্ছে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ডেমিয়েন মার্টিনের ৭৭ রানের উপর ভর করে ২৪৯ রান তোলে ৫ উইকেটে। এতে তাপশ বৈশ্য নেন তিনটি উইকেট, নাজমুল হোসেন ১ টি আর মাশরাফি ১টি।
তবে আশরাফুল খেপলে যে বড় দল গুলোর অবস্থা কাহিল হরে যায় তার প্রমাণ আমরা আগে পড়ে অনেকবার পেয়েছি। তার ১০১ বলে ১০০ ও হাবিবুল বাশারের ৪৭ রান ৪ বল বাকী থাকতেই বাংলাদেশকে জিতিয়ে দেয় এক অবিশ্মরনীয় জয়।
যাক এখন আমাদের ক্রিকেটাররা ব্যাটেবলে করে দেখিয়েছিলেন আর আমাদের দায়িত্ব হচ্ছে মাউস কিবোর্ডের সাহায্যে তাকে হাইলাইট করা যার ৭৫ শতাংশ করে দিয়েছে আইসিসি। প্রত্যেকেই ভোট দিন এই লিঙ্কে গিয়ে। আর যারা ঐ দিনের স্কোরকার্ড দেখতে চান তারা যেতে পারেন এই লিঙ্কে।
শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।