আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে ফেক আইডি নিয়ে নস্টারা ভীড় জমিয়েছে----একটি ঘটনা !

আমার দেশ আমার অহংকার কাল রাতে এমনিতেই মন ভাল ছিল না...রাত প্রায় ১টা। গান শুনছি ল্যাপটপে। হঠাৎ দেখি অপরিচিত একটা আইডি পোক মারলো। ওর আইডি চেক করলাম, ফেক মনে হল। আরো একটু ক্লিয়ার হবার জন্য আমিও পোক রেসপন্ড করলাম! একের পর এক পোক মেরে যাচ্ছে।

মেজাজ গেল বিগড়ে। অফলাইন মেসেজ দিলাম, ম্যাডাম শুধু শুধু পোক মারসেন কেন?" উনি উত্তর দিলেন, 'কি হলো টেক্সট এর উত্তর দাও না কেন?' আহারে কত আহ্লাদ, যেন কতই না কাছের একজন! যাক আমি বললাম, "কি জানতে চান বলুন?" সে জবাব দিল, 'ইউ লুক সো সেক্সি, আই ওয়ান্ট টু সেক্স চ্যাট উইথ ইউ?" আমার মাথায় যেন আকাশ ভেংগে পড়ল, ভুল জায়গায় সে বড়শি ফেলেছে। বুঝলাম আমাকে ফাদে ফেলতে চাচ্ছে! তারপর চ্যালেন্জ করে বললাম,'ইজ ইট ইউর ফেক আইডি?' সে জবাব দিল, "তোমার কি মনে হয়?" আমি বললাম, ইয়েস। তারপর সে বলল, "তাইলে আর কথা নাই, বাই। " তারপর আমি সোজা ব্লক করে দিলাম।

বাংলাদেশ এগিয়ে চলেছে, তারচেয়ে ফেসবুকে এদেশের কিছু কিছু মেয়ে বেশ সাহসীই হচ্ছে বটে!! সাবধান, এ ধরনের ফেক আইডির মেয়েদের কাছ থেকে দুরে থাকবেন। নতুবা আপনিও ব্ল্যাকমেইলিং-এর শিকারে পরিনত হতে পারেন,! (কথোপকথনের স্ক্রিনশট দেয়া হল) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.