আজ রুদ্ধদ্বার থেকো না, খুলে দাও সব জানালা ফেসবুক ইউজারদের(যারা হিট হতে চান, বাকিরা তফাত যান) জনপ্রিয়তা বাড়াতেই আমার এই পোস্ট। ভূমিকা বাদ দিয়ে সরাসরি মূল বক্তব্যে চলে যাচ্ছি।
১. প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে তা হল ঘন ঘন প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হবে এবং কাভার ফটো আপডেট করতে হবে। আপনার মনে স্বভাবতই একটা প্রশ্ন আসতে পারে কতটা ঘন ঘন? মনে রাখবেন প্রতিটি দিনই কোন না কোন দিবস তাই দিবসের দাবী অনুযায়ী প্রতিদিন চেঞ্জ করতে হবে।
যেমনঃ ৮ মার্চ হলে নারী দিবস রিলেটেড ছবি দিন।
২ মার্চ হলে পতাকার ছবি দিন।
যেহেতু শৈল্পিক দিক বিবেচনা করছি তাই প্রোফাইল পিকচার ও কাভার ফটো সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যেমনঃ আপনি একটি মিষ্টি কুমড়ার ছবি প্রোফাইল এ অ্যাড করলে কাভার ফটো হিসেবে সেই ক্ষেতের ছবিটা অ্যাড করতে ভুল করবেন না।
তবে জন্ম দিনের ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ কাভার ফটো হিসেবে জন্মদিনের ড্রেস পরা কোন ছবি দিলে তার দায় দায়িত্ব কোন মতেই এই ব্লগের লেখকের উপর বর্তাবে না
দিনের প্রত্যেক ভাগে একটি ছবি দিলে মন্দ হয় না। সকালে কুয়াশা স্নাত ভোরে তোলা, দুপুরে প্রখর রোদ্রে তোলা, বিকালে গোধূলি লগ্নে তোলা, রাতে কোন নৈশকালীন প্রোগ্রামে তোলা ছবি দিতে পারেন।
সময়টা বিবেচনায় রাখলেই হল।
এছাড়া ফুল, ফল, শাক-সব্জির ছবি দিতে পারেন। সিজনটা বিবেচনায় রাখবেন।
বিড়াল, কুকুর (সময়টা কোন ব্যাপার না, যে কোন সময় দিতে পারেন) এর ছবিও দিতে পারেন। এই ক্ষেত্রে স্ট্যাটাসটা খুবই গুরুত্বপূর্ণ।
লুতুপুতু টাইপ স্ট্যাটাস হতে হবে।
মাই সুইট/কিউট/লাভলি বিল্লি
২. রিলেশনশিপ স্ট্যাটাসটাকে পরিবর্তন নামক দৌড়ানির উপর রাখুন। Single থেকে In a relationship, In a relationship থেকে Single। ঘন ঘন না হলেও সপ্তাহে অন্তত একদিন পরিবর্তন করুন।
…… went from being "in a relationship" to "single."
... went from being " single" to " in a relationship."
Crazy না হলে Married পর্যন্ত না যাওয়াই বেটার।
৩. স্ট্যাটাস গুলো অবশ্যই অর্থহীন হতে হবে। যেমনঃ ঘুম আসছে না / নির্ঘুম রাত/ বিনিদ্র রজনী। আজ রাত ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঘুমালাম। যদিও স্ট্যাটাসটা আপনি ৩টার সময় দিচ্ছেন। এতে অনেক প্রশ্ন আসবে, যেমনঃ ''ঘুমায় ঘুমায় কমেন্ট দিস নাকি?''।
আপনি উত্তর দেয়ার স্কোপ পাবেন, আপনার হিট হওয়ার সম্ভাবনাও বাড়বে।
মেয়ে হলে আপনার কষ্ট কিছুটা কমে যাবে
...........................
??????????????????????
দিলেই প্রচুর কমেন্ট কিংবা লাইক পাবেন।
‘ভাবছিলাম কাদের মোল্লার ফাঁসি দেখে ভাত খাব’ টাইপ কিছুও লিখতে পারেন।
৪. অন্যের স্ট্যাটাস এর কমেন্ট বক্সটাকে চ্যাট বক্স বানিয়ে ফেলুন। কমেন্ট বক্সেই চ্যাট করতে থাকুন কমেন্ট দাতাদের সাথে।
এতে নোটিফিকেশন আর আপনার হিট সমানুপাতিক হারে বাড়তে থাকবে।
৫. নির্দিষ্ট কারণ ছাড়াই ( ছবিটি বোঝানোর জন্য প্রয়োজন না হলেও) ফ্রেন্ডদের ট্যাগ করুন, ট্যাগ অবশ্যই সর্বোচ্চ পরিমান করবেন। যাতে অন্যরা নোটিফিকেশন পায়.........কমেন্টেড অন এ ফটো দ্যাট ইউ আর ট্যাগড ইন।
লেখাতেও কারণ ছাড়া ট্যাগ দিন(যদিও লেখার সাথে আপনার সেই ফ্রেন্ডের সম্পর্ক নেই) যাতে নোটিফিকেশন আসে ...... মেনশন্ড ইউ ইন এ কমেন্ট।
সর্বত্র আপনার সরব উপস্থিতি বজায় রাখুন।
এটা অফ লাইন এ থাকলেও আপনার উপস্থিতি জানান দিবে।
আর অনলাইনে থাকলে অক্ষির সম্মুখে আসা সব পেজ এ লাইক দিতে থাকুন। ....পাতা, ... পাতার পানি বাদ দিবেন না।
অন্যরা ছবি আপলোড করলে কিংবা স্ট্যাটাস দিলে ভাল/মন্দ বিবেচনা না করেই লাইক/কমেন্ট দিতে থাকুন, ফিডব্যাক পাবেন। তারাও দয়া পরবশ হয়ে লাইক / কমেন্ট দিবে আপনার অর্থহীন স্ট্যাটাস গুলোতে।
৬. ব্যক্তিগত আক্রমণ অব্যাহত রাখুন। পোস্ট না পরেই কমেন্ট করুন কিংবা পোস্ট একদিকে হলে আপনি কমেন্ট আর একদিকে চালনা করুন। রোম্যান্টিক কোন গল্প লিখলে, ''দোস্ত ইদানিং তাহলে এইসব করছ?/এটা কবে করলি?/আমাদের না জানিয়ে করা কিন্তু মোটেও ঠিক হয় নি'' - এই টাইপ মন্তব্য অব্যাহত রাখুন।
স্ট্যাটাস বড় হলে, ভাল লাগা সত্ত্বেও ''উহ! এত বড়, পড়তে পড়তে জান বের হয়ে গেল/এত্ত বড় পোস্ট'' টাইপ কমেন্ট করতে ভুল করবেন না।
৭. স্ট্যাটাস দিনে ৩-৪ টা দিবেন।
যেমনঃ আপনি যদি বার্সার সমর্থক হন তাহলে সকালে বার্সা সম্পর্কে পজিটিভ নিউজগুলো নিউজপেপার থেকে কালেক্ট করে লিখুন। চুম্বক অংশগুলো তুলে দিন, লিঙ্ক দেয়ার মত ভুল করবেন না। দুপুরে রিয়াল সমর্থকদের হুমকি দিয়ে কিছু লিখুন কিংবা ছবিও দিতে পারেন। ছবিতে মেসির হাতে কাপ আর রোনালদোর হাতে শ্যাম্পুর কন্টেইনার ধরিয়ে দিন। রাতে কি করবেন? এখানে ভুল করবেন না।
খেলা না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। রেজাল্ট অনুযায়ী স্ট্যাটাস দিন। জিতে গেলে ''আমি আগেই কইছিলাম, কিংবা আমার তিনি কইছিল আজ বার্সা জিতবই'' টাইপ কিছু লিখুন। হেরে গেলে রেফারির উপর দোষ চাপিয়ে দিয়ে স্ট্যাটাস দিন।
৭. কবিতা, গান, নিউজ কিংবা অন্যের ব্লগ থেকে নেয়া লেখার ক্ষেত্রে লিঙ্ক দিবেন না।
যাতে সবাই মনে করে লেখাটা আপনার। নিজের চারপাশে ধোঁয়াশা তৈরি করে রাখুন।
৮. রাজনৈতিক স্ট্যাটাস দিন। আপনি যে দলকে অপছন্দ করেন তাদের বিরুদ্ধে বিধ্বংসী স্ট্যাটাস দিন। কমেন্ট ডিফেন্স করতে না পারলে কোন চিন্তা নেই, আমি আছি আপনার সাহায্যের জন্য।
চোখ বন্ধ করে দ্রুত ট্যাগ নামক বোমা বর্ষণ করুন (ছাগু, রাজাকার, জাশি, লীগের দালাল, অন্ধ সমর্থক)। তবে এক্ষেত্রে একটু ভাবনা চিন্তা কইরা যেখানে যেইটা প্রযোজ্য সেইটাই মাইরেন, বুমেরাং যেন না হয়।
মনে রাখবেন, আপনার নিক এর জনপ্রিয়তা কিন্তু আপনাকেই ধরে রাখতে হবে। আর আপনার পেজে আপনিই বস। তাই কে কি বলল না বলল সেটা শোনার দরকার নাই।
নিজের মধ্যে হু-কেয়ারস ভাব নিয়ে আসুন। ফেসবুকে অনলাইন কিংবা অফলাইন যে অবস্থায় আপনি থাকুন না কেন, সর্বাবস্থায় আপনার সরব উপস্থিতি বজায় রাখুন।
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ব্লক/আনফ্রেন্ড এর জন্য লেখক কোন ক্রমেই দায়ী থাকবে না। তাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অগ্রসর হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হল।
----------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।