মন ভাল নেই... যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার অর্ধেকই অনলাইনে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুকের সদস্য। এ সংখ্যা দেশটিতে পাসপোর্টধারী নাগরিকের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার অর্ধেক সাড়ে ১৫ কোটি মানুষ ফেইসবুকে সক্রিয় রয়েছে। আর দেশটির পাসপোর্টধারী নাগরিকের সংখ্যা সাড়ে ১১ কোটি। ২০০৪ সালের ফেব্র"য়ারিতে মার্ক জুকারবার্গ ফেইসবুকের যাত্রা শুরু করেন। হার্ভার্ডের শিক্ষার্থী জুকারবার্গের এ ওয়েবসাইট দ্রুতই যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা পায়। ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থানরত মানুষের সঙ্গে সহজেই যোগাযোগের এ সুযোগ বিভিন্ন দেশের মানুষও লুফে নেয়। বর্তমানে সারা বিশ্বে ৭৫ কোটি মানুষ ফেইসবুকে যুক্ত রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।