তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক ! গতকাল হঠাৎ একটাফোন এল রবি নাম্বার থেকে। ধরলাম কলটা। । একটা অপরিচিত ছেলেকন্ঠ । জানাল উত্তরা থেকে বলছে।
আমি নাকি চিনব না। ধানাই -পানাই বাদ দিয়ে আসল কথা বলতে বল্লাম । বল্ল ঠিক সাহস করে উঠতে পারছে না। তারপর ফোন রেখে দয়ার উপক্রম করতেই , বল্ল সে একজন সমকামী। জরুরী ভিত্তিতে পার্টনাার খুঁজছে।
ফেসবুকে দেখেছে আমার হোমডিস্ট্রিক্ট চট্টগ্রাম। তাই অনেক আশা করে কল করেছে।
রাগে আর ঘৃণায় আমার সর্বাংগ কাঁপতে লাগল । দেশে কী আলামত শুরু হল এইসব? একসময় মিডিয়াতে কাজ করতাম বলে অনেক সমকামীকে চিনতাম। তাদের কারো কারো সাথে নির্দোষ বন্ধুত্বের সম্পর্কও ছিল।
তাই বলে পার্টনার হতে বলার মত কেউ সাহস করেনি। আর এখন লোকজন ফেসবুক আর ফোনে পার্টনার খুঁজতে শুরু করেছে?
আমি জানি রাস্তায় অনেক কুত্তা টাইপের লোক থাকে। শুধুমাত্ মেয়েদের টার্গেট করে নয়, ছেলেদের টার্গেট করেও অনেক নেড়ীকুত্তা সক্রিয়। মধ্যবিত্তিয় সমাজের আমি ভিড়ে দাঁড়িয়ে , বাসে ঝুলে ভ্রমণ করছি প্রায় গত ১০ বছর ধরে। এর মধ্যে অন্তত ছয়বার অ্যাবিউজের শিকার হয়েছি বলে মনে পড়ে।
কখনো সেনাসদস্য,কখনো আটপৌরে অফিসযাত্রী, কখনোবা হুজুরটাইপের লোক । তাদের প্রিয় জায়গা এইসব ভিড়ে ভরা বাস। দু'জনকে জনসমক্ষে অপমান করে বাস থেকে নামিয়েছি। এর আগে বয়সের স্বল্পতায় প্রতিবাদের সাহস করে উঠতে পারিনি, শুধু সরে গেছি জায়গা ছেড়ে। কিন্তু অ্যাবউজ হওয়ার মানসিক কষ্ট আমি হাড়ে হাড়ে বুঝতে পারি এখন।
অনেক ব্লগারের নিশ্চয়ই এই ধরণের অভিজ্ঞতা আছে, এছাড়া আরো অনেকেই নিশ্চয়ই নির্যাতিত হয়েছেন এলাকার কোন নোংরা মনের মামা খালুর কাছে। আপনারা বুঝতে পারবেন কষ্টটা কী পরিমাণে লাগে।
ব্লগে যদি কোন সমকামী থাকেন, প্লিজ আপনার জাতভাইদের বলুন সাবধান হয়ে যেতে । নিজেদের সমাজেই নিজেরা লুকিয়ে থাকুন, লুকিয়ে রাখুন আপনাদের বিশ্রী স্বভাব । নইলে দুই-চারজন আমার কিংবা আমার মত মাথা গরম লোকের হাতে খুন হয়ে যাবে।
কসম কেটে বলছি, স্রেফ খুন হয়ে যাবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।