আমাদের কথা খুঁজে নিন

   

সত্যের সন্ধানে : ব্লগে ব্লগে লাল ঝাণ্ডা, লালগড় যেভাবে টিপাইমুখের সুযোগ নিলো



নিচের লেখাটি একবার পড়ুন। এখনই কোন সিদ্ধান্তে আসার জন্য আপনাকে অনুরোধ করছি না। আগে ঠান্ডা মাথায় একবার ভেবে দেখুন সবকিছু- ঘটনা-রটনা, তথ্য-উপাত্ত। এরপর দেখুন, কিভাবে সুযোগসন্ধানীরা টিপাইমুখ ইস্যুকে নিজেদের হীন স্বার্থে ব্যবহার করছে। স্বাধীনতাবিরোধী এবং অবসরপ্রাপ্ত মাওবাদী বিপ্লবীরা (তারাও একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে) কিভাবে আপনাকে ব্যবহার করছে, এই লেখা থেকে তার খানিকটা আঁচ পাবেন।

দেশের স্বার্থ সবার ওপরে। তবে স্বাধীনতাবিরোধীদের (জামাতি-জঙ্গি+মাওবাদী) সঙ্গে নেবেন কিনা, তাদের সঙ্গে থাকবেন কিনা, সে সিদ্ধান্ত, প্রিয় ব্লগার, আপনিই নেবেন। --- ল্যাম্পপোস্টের এই সেই এসএমএস ৩ এবং ৪ জুলাই এই প্রতিবেদকের মোবাইলে একটা এসএমএস আসে। তাতে লেখা ছিলো : লালগড়ে জনগণের সংগ্রামের উপর ইন্ডিয়া রাষ্ট্রের দমননীতির বিরুদ্ধে ল্যাম্পপোস্ট ইন্ডিয়া দুতাবাসের সামনে ৫ জুলাই সকাল ১১টায় বিক্ষোভ করবে। আপনার অংশগ্রহণ কাম্য।

এটি একটি ওয়ারিদ নাম্বার থেকে করা এবং তাতে আশীষ (কোড়ায়া) নামের একজনের একটি গ্রামীন ফোন নাম্বারও দেওয়া। (প্রাইভেসির স্বার্থেই নাম্বারগুলো দেওয়া হলো না)। পরের কাহিনী আমরা পত্রিকা মারফত যা জানি ভারতীয় দুতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে সংগঠনটির কর্মীরা পুলিশী লাঠিপেটার শিকার হয় এবং উল্লিখিত আশীষ এবং প্রিন্স নামে তাদের দুইজন গ্রেপ্তার হয়। দুজনকে আদালতে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলেও বিজ্ঞ বিচারক তাদের রিমান্ড না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। দৈনিক প্রথম আলো এ বিষয়ে তাদের প্রতিবেদনে উল্লেখ করে সংগঠনটি আসলে বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড বা চরমপন্থী মাওবাদী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির একটি পাঠচক্র।

এই প্রতিবেদনটি প্রকাশের পরই বিভিন্ন ব্লগে বিপ্লব ঘটে যায়। বলা হয় ল্যাম্পপোস্ট নামে সাহসী সংগঠনটির বিপ্লবী ছেলেরা আসলে টিপাইমুখ বাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছে আর প্রথম আলো সাম্রাজ্যবাদের দালাল হিসেবে তাদের পরিচয় বিকৃত করে এই আন্দোলন ভিন্ন খাতে প্রবাহ করার চেষ্টা করেছে। প্রথম আলো বয়কট করার আহবান জানিয়ে কোনো কোনো পোস্টে দাবি করা হয় যে এই প্রতিবেদনের কারণে তাদের রিমান্ড নেওয়া হয়েছে এবং তাদের ক্রসফায়ার করা হতে পারে যার দায় নিতে হবে পত্রিকাটিকেই। অথচ যতবারই এসব ব্লগারের কাছে ল্যাম্পপোস্টের সত্যিকার পরিচয় জানতে চাওয়া হয়েছে তারা নানা কৌশলে এড়িয়ে গেছেন। কেউ বলেছেন তারা সাংস্কৃতিক সংগঠন।

কেউ কেউ অবশ্য বলেছেন নৈতিক ইস্যুতে তাদের কাছে জামাত-শিবির-জেএমবি-চরমপন্থী কোনো সমস্যা না। কিন্তু তারপরও তারা স্বীকার করেন না প্রথম আলো ভুল করেনি, বরং তারা পুরো ব্যাপারটা গোয়েবলসীয় কায়দায় ভিন্নখাতেই প্রবাহিত করে চলেছেন। তাদের উদ্দেশ্য সৎ না। উদ্দেশ্য সৎ না হলে সেই রাজনীতিও অসৎ হয়। ল্যাম্পপোস্টের সর্বশেষ প্রকাশনা নেপালে মাওবাদীদের উপর একটি বিশেষ সংকলন।

এদের আন্দোলনে টিপাইমুখ মোটেও মূলদাবী না। উপজাত মাত্র। মূল দাবী লালগড় ও ছত্রিশগড় সহ বিভিন্ন মাওবাদী অধ্যুষিত এলাকায় ভারত সরকারের দমননীতির প্রতিবাদ। তারা তামিল টাইগারদের প্রতি সহমর্মী। কিন্তু গাজায় ইসরায়েলের দমননীতি নিয়ে কোনো মাথাব্যথা নেই।

আর তাদের ব্লগ সহমর্মীরা বিপ্লব ঘটিয়ে ফেলছেন প্রথম আলো বয়কটের ডাক দিয়ে আর রিমান্ড যেনো এদের ক্রসফায়ার না করা হয় সেই দাবীতে। লাল ঝাণ্ডাও আজ এতই ফ্যাকাশে, তাতে ভণ্ডামীর বাড়তি লাল যোগ করতে হয়। সংযুক্তি : 01674698349 থেকে ল্যাম্পপোস্টের নামে এসএমএস পাঠানো হয়। লেখাটি লিখেছেন: vorerkagoj তারিখ : ১২/০৭/০৯ – ৫:০৭ অপরাহ্ন অরিজিনাল লিংক : http://www.amarblog.com/vorerkagoj/67394

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।