আমাদের কথা খুঁজে নিন

   

কবি কাব্য [বিরক্তির জন্য নহে ]

ভালো থাকার চেষ্টা করি সদা ১ মেয়েটা পড়ে ডেন্টালে কবি এখন মেন্টালে। ২ কবির মনে ব্যথা ঘুমায় গা'য়ে কাঁথা। ৩ কবি লিখে কাব্য যাকে নিয়ে আগামী পরশু তার বিয়ে। ৪ রংধনুর সাত রং কবির মনে লুকানো গোলাপের লাল পাঁপড়ি গুলো ভীষন রকম শুকানো। ৫ কবির চোখে আগুন রাগ ভয় পেয়েছে রাজনাগ। ৬ এক হাতে সূর্য আরেক হাতে চাঁদ তোর জন্য এটাই কবির ছোট্ট ফাঁদ। ৭ বৃষ্টি মাথায় কবি চলছে রাস্তায় প্রকৃতি আজ দিচ্ছে ছন্দ সস্তায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।