বরিশাল বিভাগীয় শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণে, পটুয়াখালী শহর থেকে ১৫ কিলোমিটার উত্তরে এবং পটুয়াখালী-বরিশাল মহাসড়ক থেকে ৫ কিলোমিটার পূর্বে দুমকি উপজেলা সদরে নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত। ২০০১ সালের ১২ জুলাই জাতীয় সংসদে সাবেক 'পটুয়াখালী কৃষি কলেজ' বিলুপ্ত করে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ আইন পাস হয়৷ ২০০২ সালের ২৬ ফেব্রুয়ারি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বাস্তব রূপ লাভ করে৷ মনোগ্রাম। পারমাণবিকগঠন = প্রাকৃতিক বিজ্ঞান; ঊর্ধ্বমুখী তির্যক রেখা = সামাজিক বিজ্ঞান (ব্যবসায় শিক্ষাসহ); ধানের মন্ঞ্জরী = কৃষি ও কৃষিবিজ্ঞান; চাকার অংশবিশেষ = প্রকৌশল ও প্রযুক্তির যান্ত্রিক দিক; বই = জ্ঞানের উৎস; শাপলা = জাতীয় ফুল এবং উদীয়মান সূর্য ও নারিকেল গাছসহ সমুদ্র সৈকত = বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অপার সম্ভাবনাময় মাৎস্যবিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান ও প্রাকৃতিক সম্পদকে নির্দেশ করে। পবিপ্রবি'তে সবাইকে সুস্বাগতম প্রশাসনিক ভবন একাডেমিক ভবন অভ্যন্তরীণ হ্রদ ইউনিভার্সিটি স্কয়ার কৃষি কুঞ্জ ইউনিভার্সিটি লাইব্রেরী হেল্থ কেয়ার সেন্টার শহীদ মিনার কেন্দ্রীয় মসজিদ মন চাইলে হতে পারে নৌবিহার রঙিন ঘাসের নরম ছোয়ায় পবিপ্রবি ওয়েব এ পবিপ্রবি অভ্যন্তরীণ পল্বল একাডেমিক ভবনের একাংশ ভূকম্পলিখ কেন্দ্র খেলার মাঠ আলোকসজ্জিত পবিপ্রবি বহিঃস্থ ক্যাম্পাস (বাবুগঞ্জ, বরিশাল) নান্দনিক সৌন্দর্য ফুল বাগান ছাত্রাবাস খামার ভবন অভ্যন্তরীণ রাস্তা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।