চারজাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ত্রিনিদাদ ও টোবাগোর কাছে ৪ উইকেটে হেরেছে বিসিবি একাদশ। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ত্রিনিদাদ ও টোবাগোর সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ‘এশিয়া বনাম ক্যারিবিয়ান’ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেয় মুশফিকুর রহিমের দল। চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ১২ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশ। পোর্ট অব স্পেনে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৪ রান করে বিসিবি একাদশ। সর্বোচ্চ ৩১ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে। লক্ষ্য তাড়া করতে নেমে শফিউল ইসলামের তোপের মুখে ১২ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে ত্রিনিদাদ ও টোবাগো। সেখান থেকে ম্যাচ সেরা ইয়ানিকের ৫২ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে ৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। anupom.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।