আমাদের কথা খুঁজে নিন

   

আলীগ বিএনপিকে মাইনাস করে টিকে থাকতে পারবে কি?

উপর্যুপুরি হরতালে জান-মালের অপূরণীয় ক্ষতি হচ্ছে। লাটে উঠছে ব্যবসা-বাণিজ্য। তাতে রা নেই আওয়ামী সরকারের। বলতে গেলে পুরো বিএনপিই এখন লাল ঘরে বন্দি। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকেও গ্রেফতারে হুঁশিয়ারি আসছে।

বিএনপির আন্দোলন মুখী দাবি বলা যায় একটাই। তত্ত্বাবধায়ক সরকার। তবে তত্ত্বাবধায়কে মন নেই আওয়ামীদের। সর্বশেষ টিআইবি প্রস্তাবিত নির্বাচনকালীন সরকার পদ্ধতিও প্রধানমন্ত্রীর পছন্দ নয়। এ প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন উত্তর প্রতিক্রিয়ায় পরাজিত দলকে দেখা গেছে, সুক্ষ, স্থূল নানা রকম জ্যামিতিক কারচুপির অভিযোগ করে নির্বাচনী ফলাফল প্রত্যাখান করেছে।

এখানে মজার বিষয়, পরাজিত দল ক্ষমতায় থাকতে তত্ত্বাবধায়ক সরকার নিজে গঠন করেছে। আবার নির্বাচনে হেরে নিজের পছন্দের প্রতিটি তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনছে। এ প্রেক্ষাপটে প্রধান বিরোধী দল যখন আস্থা সংকটে ভোগে তখন গণতন্ত্রের স্বার্থেই সংকটটিকে তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। অথচ বর্তমান সরকারকে উল্টো ভূমিকায় দেখছি। বিএনপিকে বখতিয়ারের পাগলা ঘোড়া হতে বাধ্য করছে সরকার।

আবার মাঠে নামলে সটান করে জেলে পুরা হচ্ছে বিএনপি এখন নেতৃত্বশূন্য হয়ে ডিহাইড্রেশনে ভুগছে। সব দেখে শুনে মনে হচ্ছে, সরকার চায় না বিএনপি নির্বাচনে আসুক। কিন্তু এটি মনে রাখা দরকার, ৩৩ ভাগ জনসমর্থনপুষ্ট [গত নির্বাচনের হিসাবে। এখন হয়ত সংখ্যাটা বেড়েছে] বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন হলে তা কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। আর তেমনটি হলে, বর্তমান মেয়াদ শেষে খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে আওয়ামীলীগের ।

তাতে করে দেশ আরো আস্থিতিশীল হয়ে উঠবে। এ সুযোগ নেবে জামায়াত, এ্ সুযোগ নেবে হেফাজত। আর এই ডমাডোলে সামরিক ক্ষমতাধর তৃতীয় পক্ষ ক্ষমতার নাটাই ঘোরাতে উৎসাহ পাবে। আর তেমনটি হলে... >> গণতন্ত্রের মেরুদণ্ড আলীগ-বিএনপির দুই নেত্রী মাইনাস হবে। কথাই বলার সুযোগ থাকবে না ফলে মুক্ত মত প্রকাশ নিয়ে হৈচৈ বন্ধ হবে।

যুদ্ধাপরাধী ইস্যু আবার ঢাকা পড়বে। সর্বোপরি ধর্মকে হাতিয়ার বানিয়ে দেশটাকে আক্ষরিক অর্থে কতটুকু পিছিয়ে দেওয়া হবে তা সময়ই বলবে.. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.