কিছু বলার আছে Tom Clancy’s Splinter Cell: Blacklist একটি আপকামিং Action-Adventure Video Game যেটি বানিয়েছে Ubsoft। গেমটি সামনে বছরে (২০১৩) তে মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্স.বক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য মুক্তি পাবে। গেমটি টম ক্ল্যান্সি স্পিন্টার সেল গেমস সিরিজের ৭ম গেমস।
Developer: Ubisoft Toronto
Publisher:Ubisoft
Series: Tom Clancy’s Splinter Cell
Platform(s): Microsoft Windows, PlayStation 3, Xbox 360.
Genre: Action-Adventure
Minimum System Requirements
OS: Windows XP/Vista/7
Processor: Intel Core 2 Duo @ 2.2 Ghz / AMD Athlon 64 X2 4800+
RAM: 2 Gb
Hard Drive: 12 Gb free
Video Memory: 512 Mb
Video Card: nVidia GeForce 8800 / ATI Radeon HD 4850
Sound Card: DirectX Compatible
DirectX: 10
Game Play:
Splinter Cell: Conviction এর প্লট এর পরেই ব্ল্যাকলিস্ট এর প্লট শুরু। যেখানে প্রেসিডেন্ট পার্ট্রিসিয়া থার্ড এচেলন এবং এর সকল অপারেশন কে বন্ধ করে দেন দুর্নীতির কারণে।
প্রেসিডেন্ট এই দুনীর্তিগ্রস’ এজেন্সি কে রিপ্লেস করেন নতুন একটি এজেন্সি ফোর্থ এচেলন দ্বারা। ফোর্থ এচেলন একটি মিক্সড টিম অফ অপারেটিভ। এদের সদস্য বিভিন্ন এজেন্সি হতে এসেছে। এরা বিভিন্ন গ্লোবাল মিশন এ প্রেসিডেন্ট এর নির্দেশমত অংশগ্রহন করে। স্যাম ফিশার এজেন্সির কমান্ডার হিসেবে কাজ করে গেমটিতে।
ফোর্থ এচেলন এজেন্সির মূল কাজ হয় থার্ক এচেলন এর সমস- অপারেশন বন্ধ করে দেওয়া। অপারেশন সমূহ বন্ধ করতে যেতে ফোর্থ এচেলন এজেন্সি একটি জাতীয় জঙ্গি সংস’ার খোঁজ পায় যারা একটি terror ultimatum যাকে দ্যা ব্ল্যাকলিস্ট বলা হয়। এটি একটি ডেডলি কাউটডাউন যেটি অপেক্ষা করছে একটি বিশাল জঙ্গি হামলা ইউ.এস. উপর করতে। এরপর গেমসটির মানে ফোর্থ এচেলন এর মূল মিশন হয় একটি ব্ল্যাকলিস্ট কাউটডাউন কে বন্ধ করা।
গেমটি একটি নতুন গেমপ্লে মেকানিক আনে যাকে বলা হয় কিলিং ইন মোশন।
এখানে প্লেয়ারকে তার টার্গেট সমূহকে হাইলাইট করে তাদেরকে খুবই দ্রুত মেরে ফেলা হয়। এছাড়াও ভয়েস ইন্টিগ্রেশন মোডটিও যুক্ত করা হয়। যেখানে প্লেয়ার শত্রুর আক্রমণ ভয়েস ইন্টিগ্রেশন এর মাধ্যমে প্রতিরোধ করতে পারবে।
গেমটির ডেলেপমেন্ট এর কাজ শুরু হয় ২০১০ সালের নভেম্বর থেকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।