আমাদের কথা খুঁজে নিন

   

দাগি অপরাধীর লক্ষণ আচরণে

বাংলা ভাষােক ভালবািস দাগি অপরাধীর লক্ষণ প্রকাশ পায় তার আচরণে। কারণ তার মস্তিষ্ক নিয়ন্ত্রিত হয় অপরাধ তৎপরতা দ্বারা। এ কারণে অপরাধীরা তাদের আচরণকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না। একমাত্র চিকিৎসার মাধ্যমেই তাদের এ রকম আচরণ পরিবর্তন করা সম্ভব। ব্রিটিশ একটি গবেষণায় সম্প্রতি এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মানুষের অস্বাভাবিক আচরণ ও এর কারণ অনুসন্ধানে শিক্ষায়তনিক গবেষণা কাজটি করেন আড্রিয়ান রাইন নামের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি বিষয়ের এক অধ্যাপক, যিনি জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক। এ জন্য সমাজের বিভিন্ন স্তরের চিহ্নিত অপরাধীদের কিছু সুনির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করেন তিনি। এতে খুনি, দাগি অপরাধী ও চিত্তবিকারগ্রস্ত রোগীরা অংশ নেয়। অপরাধীরা তাদের অপরাধজগতে প্রবেশের ঘটনা ও কারণ খুলে বলে আড্রিয়ানের কাছে। এ সময় তাদের মস্তিষ্কের নিউরো ইমেজ সংগ্রহ করেন তিনি।

এরপর নিবিড় গবেষণা করে তিনি জানান, মানসিক বিকারগ্রস্ত ও খুনিদের ক্ষেত্রে আবেগ তৈরি, আত্মসমালোচনা ও সহিংসতা ঘটানোর সময় মস্তিষ্কের সামনের অংশ খুব সামান্য কাজ করে। এর ফলে সে নানারকম অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। সম্প্রতি অ্যানটমি অব ভায়োলেন্স নামের একটি গবেষণা গ্রšে’ এই তথ্য প্রকাশ করেন রাইন। এতে তিনি আরো জানান, এলাকার ক্যাডার, উগ্র আচরণের যুবক ও সদ্য অপরাধে পা বাড়ানো যুবকরাও একই ধরনের অস্বাভাবিক আচরণে ভোগে। এর ফলে তার মস্তিষ্ক দিনভর খারাপ চিন্তায় মশগুল থাকে।

আর কিছুদিন পর এই চিন্তাভাবনা তার মস্তিষ্কের গতি-প্রকৃতিকেই নিয়ন্ত্রণ করা শুরু করে দেয়। এর প্রভাব পড়ে তার আচরণে। এর একমাত্র সমাধান সঠিক চিকিৎসকের অধীনে নিবিড় চিকিৎসাথজানান তিনি। সূত্র : ডেইলি মেইল অনলাইন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।